২০০৩ ক্রিকেট বিশ্বকাপে কানাডা এবং নামিবিয়া প্রথম বার অংশ নেয়। সেমিফাইনালে খেলে কেনিয়া। গ্রুপ পর্ব থেকেই ছিটকে যায় ইংল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ, পাকিস্তান ও দক্ষিণ আফ্রিকা। ২০০৩ বিশ্বকাপ অঘটনের বিশ্বকাপ বলে পরিচিত। শেষ চারের লড়াইয়ে অস্ট্রেলিয়া হারায় শ্রীলঙ্কাকে। অপর সেমিফাইনালে কেনিয়াকে হারিয়ে ফাইনালে ওঠে ভারত। ফাইনালে ভারতকে ১২৫ রানে হারিয়ে তৃতীয় বারের জন্য বিশ্বকাপ জেতে রিকি পন্টিংয়ের অস্ট্রেলিয়া।
একটি বিশ্বকাপে সর্বাধিক রানের (৬৭৩ রান) রেকর্ড গড়েন সচিন তেন্ডুলকর।
অস্ট্রেলিয়ার গ্লেন ম্যাকগ্রা নামিবিয়ার বিরুদ্ধে একটি ম্যাচে সর্বাধিক উইকেট (৭) নেওয়ার রেকর্ড গড়েন।
নিষিদ্ধ ওষুধ নেওয়ার জন্য এই বিশ্বকাপ থেকে অস্ট্রেলিয়ার শেন ওয়ার্নকে নির্বাসিত করা হয়।
পাকিস্তানের শোয়েব আখতার বিশ্বকাপে দ্রুততম বল (১০০ মাইল প্রতি ঘণ্টা) করার রেকর্ড করেন ইংল্যান্ডের বিরুদ্ধে।
সৌরভ গঙ্গোপাধ্যায় প্রথম ভারতীয় হিসেবে কোনও নক আউট ম্যাচে শতরান করেন (কেনিয়ার বিরুদ্ধে)।
অস্ট্রেলিয়ার ব্যাটসম্যান ড্যামিয়েন মার্টিন ভাঙা আঙুল নিয়েই ফাইনাল খেলতে নামেন এবং ৮৮ রান করেন (ভারতের বিরুদ্ধে)।
শ্রীলঙ্কার বিরুদ্ধে ম্যাচে সচিন তেন্ডুলকর ডায়েরিয়া নিয়ে ব্যাট করতে নামেন। ডায়াপার পরে সে দিন খেলেন তিনি। করেন ৯৭ রান।
ভারতের হয়ে এই বিশ্বকাপে অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায় টুর্নামেন্টের সর্বাধিক ছক্কা মারেন। ভারতের প্রাক্তন অধিনায়ক হাঁকিয়েছিলেন ১৫টি ছক্কা।
সচিন তেন্ডুলকর ও সৌরভ গঙ্গোপাধ্যায় ২৪৪ রানের পার্টনারশিপ করেন নামিবিয়ার বিরুদ্ধে। যা ছিল এই বিশ্বকাপে সর্বোচ্চ পার্টনারশিপ।