বিশ্বকাপের প্রথম ম্যাচে চিন্তা বেড়ে গেলো ভারতের। ছবি- এপি
প্রথম ম্যাচে চিন্তা বাড়ল ভারতের। টিম ইন্ডিয়ার বিরুদ্ধে বিশ্বকাপে নিজেদের তৃতীয় ম্যাচে প্রত্যাবর্তন ঘটছে দক্ষিণ আফ্রিকার ক্রিকেটার হাসিম আমলার। ইংল্যান্ডের বিরুদ্ধে ম্যাচে মাথায় বল লাগার জন্য আজ, রবিবার বাংলাদেশের বিরুদ্ধে মাঠে নামেননি আমলা। পুরোদস্তুর সুস্থ তিনি। ভারতের বিরুদ্ধে খেলতে কোনও সমস্যা নেই তাঁর।
ইংল্যান্ডের বিরুদ্ধে ম্যাচে জোফ্রা আর্চারের বল বাউন্স করে আমলার হেলমেটে লাগে। দক্ষিণ আফ্রিকা সেই ম্যাচ হেরে যায় ১০৪ রানে। বাংলাদেশের বিরুদ্ধে আমলাকে বিশ্রাম দেওয়া হয়েছে। তবে ভারতের চিন্তা বাড়িয়ে দিয়ে চলতি মাসের ৫ তারিখ মাঠে ফিরতে চলেছেন আমলা। দক্ষিণ আফ্রিকার টিম ম্যানেজার মহম্মদ মুসাজি বলেন, ‘‘আমলা দ্রুত সুস্থ হয়ে উঠছে এবং আশা করছি ভারতের বিরুদ্ধে ম্যাচে মাঠে নামার মতো ফিট হয়ে উঠবে।’’
এ দিকে, ভারতের চিন্তাও বাড়িয়ে দিয়েছিল বিরাট কোহালির আঙুলে চোট। কিন্তু সেই চোট খুব একটা গুরুতর নয়। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে নামতে সমস্যা হবে না কোহালির।