হার্দিক পাণ্ড্যর ফ্লাইং কিস। ছবি টুইটার ভিডিয়োর দৃশ্য।
বাংলাদেশকে হারিয়ে সেমিফাইনালে জায়গা পাকা করে নিয়েছে ভারত। সেই ম্যাচের পরতে পরতে ছিল নাটক। শাকিব আল হাসান মরিয়া চেষ্টা করেও ব্যর্থ হন। বাংলাদেশের সেরা অলরাউন্ডারের ব্যাট ভরসা জোগাচ্ছিল সমর্থকদের। শাকিবকে ফিরিয়ে দিয়ে বাংলাদেশী সমর্থকদের হৃদয় ভেঙে দেন ভারতের অলরাউন্ডার হার্দিক পাণ্ড্য। তিনি শূণ্য রানে আউট হয়ে গেলেও,তিনটি উইকেট নিয়ে খেলা জমিয়ে দেন। শাকিবের উইকেট নেওয়ার পরে পাণ্ড্য এমন প্রতিক্রিয়া দেখান, যা নিয়ে নেট দুনিয়ায় বিস্তর হইচই।
শাকিবকে ফেরানোর পরে পাণ্ড্য দুই আঙুলে ঠোঁট ছুয়ে ফ্লাইং কিসও ছুড়ে দেন হার্দিক। তাঁর এমন কাণ্ড নিয়ে টুইটার ভরে যায় হরেক মন্তব্যে। কেউ তাঁর কাণ্ড দেখে হেসেছেন। কেউ তাঁর পুরনো বিতর্কে খোঁটা দিয়ে বলছেন, ‘আজ হার্দিক কারকে আয়া’। আবার কেউ বলছেন এটাই হার্দিকের স্টাইল।
শাকিব ৭৪ বলে ৬৬ রানের দুরন্ত ইনিংস খেলেছেন। সেঞ্চুরির দিকে এগোলেও হার্দিকের বলে দীনেশ কার্তিকের হাতে বন্দি হয়ে যান। প্রথমে লিটন দাস, পরে সৌম সরকার ও শেষে শাকিবকে ফিরিয়ে পাণ্ড্য ফ্লাইং কিস ছুড়ে দেন।
আরও পডুন: একেবারে উলটপুরাণ, এ বার ধোনির ইনিংসের ভূয়সী প্রশংসা করলেন সচিন