নজরে: দস্তানা-বিতর্কের মধ্যেই শনিবার অনুশীলনে ধোিন। এএফপি
ওভালে রবিবার অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ভারতীয় উইকেটরক্ষক মহেন্দ্র সিংহ ধোনির গ্লাভসে কি সেনা-চিহ্ন দেখা যাবে? বিশ্বকাপের দুই শক্তিধর দেশের সম্মুখসমরের চব্বিশ ঘণ্টা আগে এই প্রশ্নেই তোলপাড় ক্রিকেট দুনিয়া।
শনিবার রাত পর্যন্ত যা খবর, তাতে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সেনা চিহ্ন দেওয়া গ্লাভস পরে ধোনি মাঠে নামছেন না। কারণ, ভারতীয় ক্রিকেট বোর্ডের অনুরোধ উড়িয়ে বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ নিয়ামক সংস্থা আইসিসির বিবৃতি। যেখানে কড়া ভাবে বলে দেওয়া হয়েছে, ‘‘গত ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে গ্লাভসে যে লোগো ধোনি ব্যবহার করেছিলেন, তা আর ব্যবহার করা যাবে না। ক্রিকেটারদের জার্সি, প্যান্ট বা গ্লাভসে কোনও ব্যক্তিগত বার্তা বা লোগো ব্যবহারের অনুমতি আইসিসির তরফে দেওয়া হয়নি। তা ছাড়া, উইকেটকিপারের গ্লাভসে লোগো থাকার যে নিয়ম রয়েছে, তাও লঙ্ঘন করা হয়েছে।’’ আইসিসি-র নিয়ম অনুযায়ী, উইকেটকিপারের গ্লাভসে স্পনসরের একটি লোগো থাকতে পারে। যা ধোনির গ্লাভসে রয়েছে। তবে ধোনির গ্লাভসে যে সেনা-চিহ্ন প্রথম ম্যাচে দেখা গিয়েছিল, তা বাণিজ্যিক না হওয়ায় আপাতত কোনও শাস্তি হচ্ছে না প্রাক্তন ভারত অধিনায়কের।
শোনা যাচ্ছে, ধোনি নাকি নিজেও বুঝতে পেরেছেন, তাঁর গ্লাভসে লাগানো লোগো নিয়ে বিতর্কের সৃষ্টি হয়েছে। তাই বিতর্ক আর না বাড়িয়ে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সেই সেনা-চিহ্ন দেওয়া গ্লাভস তিনি পরছেন না।
ভারতীয় দলের সাংবাদিক সম্মেলনে শনিবার হাজির ছিলেন সহ-অধিনায়ক রোহিত শর্মা। তাঁকে এ ব্যাপারে প্রশ্ন করা হলে তিনিও বিতর্ক এড়িয়ে বলে যান, ‘‘জানি না কী হয়েছে। এ ব্যাপারে আমার কিছু বলার নেই। উত্তরটা রবিবার হয়তো
মাঠেই পাবেন।’’
আইসিসির বক্তব্য জানতে পেরে সুপ্রিম কোর্ট নিযুক্ত প্রশাসকদের কমিটির প্রধান বিনোদ রাইও বলেছেন, ‘‘উইকেটকিপারের গ্লাভসে লোগো নিয়ে আইসিসির যে নিয়ম রয়েছে, সেটা মেনেই চলবে ভারত। অযথা বিতর্ক তৈরির কোনও অভিপ্রায় নেই।’’ সঙ্গে যোগ করেন, ‘‘তবে এটা কোনও ধর্মীয় বা বাণিজ্যিক
লোগো নয়।’’
একই কথা বলেছেন প্রাক্তন ভারতীয় অধিনায়ক সুনীল গাওস্করও। তাঁর কথায়, ‘‘এ ব্যাপারে যদি আইসিসি-র নিয়ম থাকে, তা হলে সেটা মানতে হবে। যদি ধোনিকে সেনা-চিহ্ন দেওয়া গ্লাভস পরার অনুমতি দেওয়া হয়, তা হলে অন্য দেশের ক্রিকেটাররাও তাদের মতো করে এই নিয়ম ভাঙার চেষ্টা করতে পারে।’’
তবে যাঁদের এই ‘বলিদান’ বা ‘ফ্লাইং ড্যাগার’ চিহ্ন নিয়ে এই বিতর্ক, সেই ভারতীয় সেনাবাহিনী এ দিন জানিয়েছে, গ্লাভসে সেনা চিহ্ন রাখা ধোনির ব্যক্তিগত ব্যাপার। এর সঙ্গে ভারতীয় সেনাবাহিনীর কোনও রকম সম্পর্ক নেই।
এবার শুধু খবর পড়া নয়, খবর দেখাও।সাবস্ক্রাইব করুনআমাদেরYouTube Channel - এ।