সাক্ষীর জন্য নতুন বিতর্কে ধোনি। ছবি: পিটিআই।
সময়টা ভাল যাচ্ছে না মহেন্দ্র সিংহ ধোনি। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ফৌজি চিহ্নের গ্লাভস পরে খেলায় বিতর্কে জড়ান তিনি।
ধোনির গ্লাভস নিয়ে বিসিসিআই ও আইসিসি-র মধ্যে একাধিক মেল আদানপ্রদানের পরে স্থির হয়েছে, ফৌজি চিহ্নের গ্লাভস পরে বিশ্বকাপে আর নামবেন না তিনি। এ বার নতুন বিতর্কের সামনে ধোনি। বোর্ডের নিয়ম ভাঙায় শাস্তির মুখে হয়তো পড়তে চলেছেন দেশের প্রাক্তন অধিনায়ক।
বোর্ডের নিয়ম কীভাবে ভাঙলেন ধোনি? বিশ্বকাপের আগে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের তরফে জানানো হয়েছিল, চলতি বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচের দিন থেকে ২০ দিন পর্যন্ত স্ত্রী বা বান্ধবীদের মাঠে আনা যাবে না, স্ত্রী বা বান্ধবীদের সঙ্গেও থাকতে পারবেন না ক্রিকেটাররা। কেবলমাত্র ১৫ দিনের জন্য স্ত্রী বা বান্ধবীদের সঙ্গে থাকতে পারবেন ক্রিকেটাররা, এই নির্দেশ দিয়েছিল বিসিসিআই।
আরও খবর: সেনার চিহ্ন ধোনির গ্লাভসে
আরও খবর: ফৌজি চিহ্নের গ্লাভসে খেলতে পারবেন না ধোনি, বোর্ডের দাবি খারিজ করে দিল আইসিসি
এখানেই সমস্যা! বোর্ডের নির্দেশ না মেনে স্ত্রী সাক্ষী ধোনি ভারতের প্রথম ম্যাচ দেখতে উপস্থিত হয়েছিলেন সাউদাম্পটনে। সাক্ষীর সঙ্গে ছিল মেয়ে জিভাও। মা ও মেয়ের বেশ কয়েকটি ছবি সাক্ষী তাঁর অফিসিয়াল ইনস্টাগ্রাম পেজে পোস্টও করেন। আর এই ছবি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ার পরেই শুরু হয়েছে নতুন বিতর্ক। বলা হচ্ছে, বোর্ডের নিয়ম মানা হয়নি।
গ্লাভস-বিতর্ক শেষ। একটা বিতর্ক শেষ হতেই শুরু আরও একটি নতুন বিতর্ক। এর পরিণতি কী, সেটাই এখন দেখার।