শাকিব ও মুশফিকুর বাংলাদেশকে শক্ত ভিতের উপরে দাঁড় করান। ছবি: এপি।
ইংল্যান্ডের মাটিতে গৌরবের নতুন ইতিহাস লিখল বাংলাদেশ।
চলতি বিশ্বকাপে পাকিস্তান, শ্রীলঙ্কা দেড়শো রানের গণ্ডি অতিক্রম করতে পারেনি প্রথম ম্যাচে। লজ্জাজনক ভাবে প্রথম ম্যাচেই হারতে হয়েছিল তাদের। আজ, রবিবার দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে রানের পাহাড় গড়ল বাংলাদেশ। পঞ্চাশ ওভারের শেষে শাকিবরা করলেন ছ’ উইকেটে ৩৩০ রান।
ওয়ানডে-তে এটাই বাংলাদেশের সর্বোচ্চ রান। চার বছর আগে ঢাকায় পাকিস্তানের বিরুদ্ধে ৩২৯ রান করেছিল টাইগাররা। সেই ম্যাচে তামিম ইকবাল ও মুশফিকুর রহিম সেঞ্চুরি হাঁকিয়েছিলেন। এত দিন পর্যন্ত এটাই ছিল বাংলার বাঘেদের সর্বোচ্চ স্কোর।
এ দিন দ্য ওভালে বাংলাদেশ ছাপিয়ে গেল নিজেদের আগের স্কোরই। রবিবার টস জিতে দক্ষিণ আফ্রিকা প্রথমে বাংলাদেশকে ব্যাট করতে পাঠায়। শুরুতে সৌম্য সরকার দ্রুত ৪২ রান করে ইনিংসে গতি এনে দেন। পরে শাকিব আল হাসান ও মুশফিকুর রহিম ১৪২ রানের পার্টনারশিপ করেন। দুই সিনিয়র ক্রিকেটার বাংলাদেশকে শক্ত ভিতের উপরে দাঁড় করিয়ে দেন। শাকিব ৮৪ বলে ৭৫ রানের ইনিংস খেলেন। মুশফিকুর ৮০ বলে ৭৮ রান করেন।
আরও খবর: প্রথম ম্যাচের আগে চিন্তা বাড়ল ভারতের, জেনে নিন কারণ
আরও খবর: পাঁচ জোড়া গ্লাভস নিয়ে বিশ্বকাপে এসেছেন তারকা ভারতীয়, পাবেন কি দলে জায়গা?
এই দুই ব্যাটসম্যান ফিরে যাওয়ার পরে বাংলাদেশের ইনিংসকে এগিয়ে নিয়ে যান মাহমুদুল্লাহ ও মোসাদ্দেক। মাহমুদুল্লাহ ৩৩ বলে ৪৬ রান করে অপরাজিত থেকে যান। মোসাদ্দেক দ্রুত লয়ে ২৬ রান করায় বাংলাদেশ শেষ করে ৩৩০ রানে।
এর আগে ২০১৫ বিশ্বকাপে স্কটল্যান্ডের বিরুদ্ধে বাংলাদেশ করেছিল চার উইকেটে ৩২২ রান। এ দিন বাংলাদেশ নিজেদের সব রেকর্ড ভেঙে নতুন রেকর্ড গড়ল বিশ্ব ক্রিকেটের মঞ্চে। এই কারণেই হয়তো বলা হয়, রেকর্ড গড়া হয় ভাঙার জন্যই।