ভারত-পাকিস্তান ম্যাচের পরেই দুর্ভাগ্যজনক ভাবে বার বার বিতর্কে জড়ানো হয় সানিয়া মির্জাকে। ভারতীয় টেনিস তারকার পাশে দাঁড়াতে গিয়ে এমনই মন্তব্য করলেন প্রাক্তন পাকিস্তান পেসার শোয়েব আখতার। পাকিস্তানের তারকা ক্রিকেটার শোয়েব মালিকের স্ত্রী সানিয়া। বিশ্বকাপের দলেও আছেন মালিক। নিজের ইউটিউব চ্যানেলে শোয়েব আখতার বলেছেন, ‘‘সানিয়ার ভাগ্যটাই খারাপ। ও যাই করুক সমালোচনার মুখে পড়ে। সেটা কখনও পাকিস্তানের সমর্থকদের তরফে, আবার কখনও ভারতীয় সমর্থকদের। তাও কোনও কারণ ছাড়াই। পাকিস্তান ম্যাচ হারলে ওকে লক্ষ্য করে সমালোচনা করা হয়, কারণ ওর স্বামী পাকিস্তানের হয়ে খেলে।’’
ম্যাঞ্চেস্টারে ভারত-পাকিস্তানের বিশ্বকাপ দ্বৈরথের পরে সানিয়া প্রবল সমালোচনার মুখে পড়েন সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া একটি ভিডিয়োকে কেন্দ্র করে। সেই ভিডিয়োয় দেখা যাচ্ছে স্বামী শোয়েব মালিকের সঙ্গে নৈশভোজে একটি রেস্তোরাঁয় গিয়েছেন সানিয়া। তাঁদের সঙ্গে আরও দুই পাক ক্রিকেটার ওয়াহাব রিয়াজ এবং ইমাম উল হকও ছিলেন। গত রবিবার ভারতের বিরুদ্ধে বিশ্বকাপে টানা সাত নম্বর হারের মুখে পড়ে পাকিস্তান। এ বার হার ৮৯ রানে। আখতারের প্রশ্ন, ‘‘যদি সানিয়া স্বামীর সঙ্গে কোথাও নৈশভোজ সারতে যায়, ওর সদ্য একটা বাচ্চা হয়েছে, তা হলে কী এমন অপরাধ করে ফেলেছে সানিয়া?’’ আখতারের পাশাপাশি সানিয়ার পাশে দাঁড়িয়েছেন ভারতের প্রাক্তন ক্রিকেটার বীরেন্দ্র সহবাগও। তিনিও আখতারের ইউটিউব চ্যানেলে বলেছেন, ‘‘ব্যক্তিগত জীবনের সঙ্গে ওদের পেশাদার কেরিয়ারকে জড়িয়ে ফেলা ঠিক নয়। আমি আগেও একই কথা বলেছি। যখন বিরাট কোহালি একটা ম্যাচে আউট হয়ে গিয়েছিল এবং ওই ম্যাচ দেখতে গিয়েছিল অনুষ্কা শর্মা। আমি বলেছিলাম, কারও পরিবার নিয়ে মন্তব্য করা যায় না। তা সে যতই আপনার দল নিয়ে আবেগাপ্লুত হয়ে পড়ুন না কেন। শোয়েব মালিক ভারত-পাকিস্তান ম্যাচের আগে কী ভাবে প্রস্তুত হবে সেটা ওর ব্যাপার। এই নিয়ে অন্য কারও প্রশ্ন তোলা ঠিক নয়।’’
সানিয়াকে নিয়ে বিতর্ক এতটাই ছড়ায় যে বাধ্য হয়ে শোয়েব মালিককেও টুইট করতে হয়। শোয়েব আবেদন করেন তাঁর পরিবারকে লক্ষ্য করে যেন কটূক্তি না করা হয়। পাকিস্তানি মিডিয়ায় বলা হয়েছে, একটি হুকা বারে সানিয়া-শোয়েব তাঁদের শিশুপুত্রকেও সঙ্গে নিয়ে গিয়েছিলেন এবং সেটা ভারতের বিরুদ্ধে ম্যাচের আগের দিনই। এর পরে পাকিস্তান ক্রিকেট বোর্ড জানিয়ে দেয়, নৈশভোজে ১৩ জুন গিয়েছিলেন তাঁরা, ১৫ জুন অর্থাৎ ভারতের বিরুদ্ধে ম্যাচের আগের দিন নয়। শোয়েব আখতার হতাশ এই দেখে যে পাকিস্তান হেরে গিয়েছে বলে সানিয়ার বিরুদ্ধে আক্রোশ দেখানো হচ্ছে। ‘‘কী করে এক জনের পরিবার, বা ব্যক্তিগত জীবন নিয়ে আঙুল তোলা যায়? কে এই অধিকার দিয়েছে? একটা টুইটার হ্যান্ডল বা সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট আছে বলেই তার মানে এই নয়, যে কারও পরিবারের দিকে আঙুল তোলা যায়,’’ বলেছেন আখতার। তিনি আরও যোগ করেছেন, ‘‘সানিয়ার জন্য আমার খুব খারাপ লাগে। স্বামীর সঙ্গে সানিয়ার নৈশভোজে যাওয়ার সঙ্গে মাঠে পারফরম্যান্সের কী সম্পর্ক? ও কি শোয়েবকে বলে দিয়েছে, তুমি ভাল খেলবে না?’’ ক্রিকেটারদের নিয়ে সোশ্যাল মিডিয়ায় যে রকম মন্তব্য করা হয় তাতে আঘাত পেয়েছেন বলেও মন্তব্য করেন শোয়েব। ‘‘আমার খারাপ লাগছে দেখে কেন ক্রিকেটারেরা নৈশভোজে যেতে পারবে না? পরের দিন ম্যাচ থাকলেও বা কেন নয়, কারণ কারফিউ টাইম হল ১২টা। অর্থাৎ ১২টার মধ্যে হোটেলে ফিরে আসলেই হল।’’
পাকিস্তানের অভিনেত্রী বীণা মালিক শোয়েব ও শিশুপুত্রের সঙ্গে নৈশভোজে যাওয়ার জন্য সানিয়ার সমালোচনা করেন। যার কড়া উত্তর দিয়েছেন সানিয়াও। তিনি বলেছেন, এ রকম ভিডিয়ো রেকর্ড করার, তাঁর ব্যক্তিগত জীবন বা ছেলেকে কী করে মানুষ করতে হবে সে নিয়ে প্রশ্ন করার অধিকার কারও নেই।