ICC Women's T20 World Cup

দর্শক সংখ্যায় রেকর্ড, মেয়েদের ক্রিকেটে চরম উন্মাদনা

মোট ১৬০টি দেশে সরাসরি দেখানো হচ্ছে মহিলাদের বিশ্বকাপ। সরাসরি সম্প্রচার ছাড়াও দেখানো হচ্ছে হাইলাইটস। উদ্বোধনী ম্যাচে ভারত-অস্ট্রেলিয়ার লড়াই সব ধরনের প্ল্যাটফর্ম মিলিয়ে দেখেছেন প্রায় ৪ লক্ষ ৪৮ হাজার দর্শক।

Advertisement

সংবাদ সংস্থা

দুবাই শেষ আপডেট: ০৮ মার্চ ২০২০ ১১:০৮
Share:

ল্যানিং না হরমনপ্রীত, কার হাতে উঠবে টি-২০ বিশ্বকাপ? ছবি টুইটার থেকে নেওয়া।

মহিলাদের টি-টোয়েন্টি বিশ্বকাপ ভাঙল সব রেকর্ড। এর আগে মহিলাদের ক্রিকেট নিয়ে এমন উন্মাদনা দেখা যায়নি। টিভি ও ডিজিটাল দুনিয়ায় নতুন রেকর্ড স্থাপন করল এই বিশ্বকাপ।

Advertisement

ফাইনালের আগে পর্যন্ত বিশ্বকাপের ৭০ কোটিরও বেশি ভিডিয়ো দেখেছেন ক্রিকেটপ্রেমীরা। এর আগে ২০১৭ সালে মহিলাদের ৫০ ওভারের বিশ্বকাপে মোট ১০ কোটি ভিডিয়ো দেখেছিলেন ক্রিকেটপ্রেমীরা। প্রতিযোগিতার সরকারি সোশ্যাল চ্যানেলে হয়েছে তিন কোটি ৪০ লক্ষ এনগেজমেন্ট।

মোট ১৬০টি দেশে সরাসরি দেখানো হচ্ছে মহিলাদের বিশ্বকাপ। সরাসরি সম্প্রচার ছাড়াও দেখানো হচ্ছে হাইলাইটস। উদ্বোধনী ম্যাচে ভারত-অস্ট্রেলিয়ার লড়াই সব ধরনের প্ল্যাটফর্ম মিলিয়ে দেখেছেন প্রায় ৪ লক্ষ ৪৮ হাজার দর্শক। অস্ট্রেলিয়াতে মহিলাদের ক্রিকেটে সবচেয়ে বেশি দর্শকের তালিকায় এটা দ্বিতীয়। ভারতে এই ম্যাচ দেখেছিলেন দু’কোটি দর্শক। ভারতে সামগ্রিক ভাবে বিশ্বকাপের ম্যাচের দর্শক সংখ্যা অনেক বেড়েছে।

Advertisement

আরও পড়ুন: কেন টিম ইন্ডিয়ার ফিল্ডিং কোচ হতে পারেননি, মুখ খুললেন জন্টি রোডস

আরও পড়ুন: ঈশান-মুকেশ-আকাশরা আমাদের চেয়েও ভাল, বলছেন বাংলার রঞ্জিজয়ী পেস জুটি

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement