রিভিউয়ের আবেদনেও কাজ হল না। তাসকিন আহমেদের ওপর নিষেধাজ্ঞা বহাল রাখার সিদ্ধান্তই নিল আইসিসি। একই সঙ্গে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের করা রায় পুনর্বিবেচনার আবেদনও খারিজ করে দিয়েছে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ামক সংস্থা। বুধবার আইসিসির ওয়েবসাইটে এ কথা জানানো হয়েছে।বাংলাদেশের পেসারের বোলিং অ্যাকশন পরীক্ষার প্রক্রিয়াগত বিভিন্ন ত্রুটি নিয়ে প্রশ্ন তুলে আইসিসির কাছে দরবার করেছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তবে আইসিসির পক্ষ থেকে কোনও ইতিবাচক সাড়া পাওয়া যায়নি। পরে নিয়মানুযায়ী জুডিশিয়াল কমিশনারের কাছে রিভিউয়ের জন্য আবেদন করে বিসিবি। কিন্তু সেই আবেদনও এ দিন নাকচ হয়ে গেল। ফলে ভারতের বিরুদ্ধে তো বটেই, গোটা টুর্নামেন্টেই তাসকিনের খেলার সম্ভাবনা রইল না।আইসিসির তরফে বলা হয়েছে, বোলিং অ্যাকশন শুধরে নিয়ে যে কোনও ফের পরীক্ষা করানোর জন্য আইসিসির কাছে আবেদন করতে পারবেন তাসকিন। যে ভাবে তার প্রথম পরীক্ষা নেওয়া হয়েছিল ঠিক সেভাবেই তাকে আবারও পরীক্ষা দিতে হবে। তাতে পাশ করলে তবেই আন্তর্জাতিক ক্রিকেটে ফিরতে পারবেন তিনি।
বিশেষ বিশেষ ডেলিভারির সময়ে তাসকিনের কনুই ১৫ ডিগ্রির বেশি হয় বলে তাকে আন্তর্জাতিক ক্রিকেট থেকে নিষিদ্ধ করা হয়। মঙ্গলবার গভীর রাত পর্যন্ত আইসিসি'র জুডিশিয়াল কমিশনার মাইকেল ব্যালক সঙ্গে টেলিকনফারেন্স করে বিসিবি। তাসকিনের স্বপক্ষে সেখানে তাদের যুক্তি ও তথ্য প্রমাণ উপস্থাপন করে। কিন্তু এত কিছু করেও কোনও লাভ হল না।
আরও পড়ুন:
ক্রিকেটাররা ভাল খেললেই শুধু দেশের ক্রিকেটের উন্নতি হয় না
ডু অর ডাই ম্যাচের আগে সম্প্রীতির সুর দু’তরফেই
আবেগ আর নয়, চাই পুরনো মাশরাফিকে