Ian Chappell

Test Cricket: টি-টোয়েন্টির বাড়বাড়ন্তে টেস্টের ভবিষ্যৎ নিয়ে ঘোর শঙ্কায় প্রাক্তন ক্রিকেটার

যে ভাবে গোটা বিশ্বজুড়ে টি-টোয়েন্টির রমরমা বাড়ছে, তাতে টেস্টের ভবিষ্যৎ নিয়ে আরও এক বার উদ্বেগ প্রকাশ করলেন ইয়ান চ্যাপেল।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ১০ অক্টোবর ২০২১ ২২:২০
Share:

ইয়ান চ্যাপেল ফাইল ছবি

যে ভাবে গোটা বিশ্বজুড়ে টি-টোয়েন্টির রমরমা বাড়ছে, তাতে টেস্টের ভবিষ্যৎ নিয়ে আরও এক বার উদ্বেগ প্রকাশ করলেন ইয়ান চ্যাপেল। অস্ট্রেলিয়ার প্রাক্তন এই ক্রিকেটার জানিয়েছেন, কম সময় লাগার জন্য টি-টোয়েন্টি ক্রিকেটের এই জনপ্রিয়তা আসলে টেস্টের জন্য বিরাট অশনি সংকেত।

Advertisement

এক ওয়েবসাইটের কলামে চ্যাপেল লিখেছেন, ‘আমিরশাহিতে কিছুদিন পরেই টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু হবে। তারপর অনেক আলোচনা শেষে অ্যাশেজ আয়োজন করা হচ্ছে। কোভিডের কারণে অ্যাশেজ নিয়ে সংশয় দেখা দিয়েছিল। কিন্তু টি-টোয়েন্টি ফরম্যাটের উপর জোর দেওয়ায় টেস্ট ক্রিকেটের চারপাশে ক্রমশ কালো ছায়া ঘনাচ্ছে।’

টি-টোয়েন্টি ক্রিকেটের বাড়াবাড়ির পিছনে করোনা অতিমারিকেও দায়ী করেছেন চ্যাপেল। লিখেছেন, ‘বিভিন্ন দেশে টি-টোয়েন্টি প্রতিযোগিতা আয়োজন করতে মাত্র কয়েক দিন লাগে এবং সে কারণেই এই পরিস্থিতিতে লম্বা টেস্ট সিরিজ আয়োজন করা কঠিন। অনেক দেশই ক্রিকেট খেলে না। তাদের কাছে টি-টোয়েন্টি ফরম্যাট অনেক বেশি জনপ্রিয়। ওমান এবং পাপুয়া নিউগিনির অংশগ্রহণ দেখলেই আপনারা বুঝতে পারবেন।’

Advertisement

চ্যাপেলের সংযোজন, ‘অস্ট্রেলিয়া এবং ইংল্যান্ড বাদে বাকি দেশগুলিতে টি-টোয়েন্টি ফরম্যাট অনেক বেশি জনপ্রিয় এবং লোভনীয়। বেশির ভাগ প্রশাসকেরই দূরদৃষ্টি না থাকার কারণে এখন ক্রিকেট সিরিজ আয়োজন করার পরিকল্পনার প্রতি জোর দেওয়া গুরুত্বপূর্ণ হয়ে পড়েছে।’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement