ইয়ান চ্যাপেল —ফাইল চিত্র
গাব্বায় ভারতের কাছে ম্যাচ হারতে হয় অস্ট্রেলিয়াকে। সেই সঙ্গে টেস্ট সিরিজও হেরে যান টিম পেনরা। ইয়ান চ্যাপেল খুঁজে বার করলেন সেই হারের কারণ। অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের মতে অস্ট্রেলিয়া হেরে গিয়েছিল বোলারদের জন্য।
চ্যাপেলের মতে জৈব সুরক্ষা বলয়ের মধ্যে থেকে ক্রিকেট খেলা অনেক বেশি মানসিক চাপ তৈরি করে। অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের মতে অতিমারির পরিস্থিতি ক্রিকেট খেলাকে অনেক বেশি কঠিন করে দিয়েছে। সেই সুরক্ষা বলয়ের মধ্যেই খেলতে হয়েছিল ভারত এবং অস্ট্রেলিয়াকে। একাধিক ক্রিকেটারের চোট চিন্তায় ফেলেছিল ভারতকে। চ্যাপেল বলেন, “আগের থেকে এখনকার ক্রিকেটাররা অনেক বেশি সুবিধা পায়, অর্থ পায়। সেই সঙ্গে এখনকার ক্রিকেটারদের পরিশ্রম বেড়ে গিয়েছে। সারা বছর অনেক বেশি ক্রিকেট খেলতে হয় তাদের।” চ্যাপেল যোগ করেন, “ভারত বনাম অস্ট্রেলিয়া সিরিজে সেটা বোঝা গিয়েছিল। অস্ট্রেলিয়া একই বোলিং আক্রমণ নিয়ে গোটা সিরিজ খেলেছিল। ভারত চোটের কারণে বার বার ক্রিকেটার বদলাতে বাধ্য হয়েছে। তরতাজা বোলার দলে এসেছে তাদের। ভারত এমন একটা দল যাদের হাতে একাধিক জোরে বোলার রয়েছে আন্তর্জাতিক পর্যায় খেলার জন্য।” চ্যাপেলের মতে এখানেই পিছিয়ে অস্ট্রেলিয়া।
টেস্ট সিরিজে প্রথম ম্যাচে হেরে যায় ভারত। গোলাপি বলের টেস্টে হারের পর অনেকেই ভেবে নিয়েছিলেন ভারতের পক্ষে সিরিজ জেতা কঠিন। বিরাট কোহলীও পিতৃত্বকালীন ছুটি নিয়ে দেশে ফিরে যাওয়ায় আরও সমস্যায় পড়ে ভারত। এর পর একাধিক চোট ভারতের চিন্তার কারণ হয়ে ওঠে। তবে মহম্মদ সিরাজ, নবদীপ সাইনি, শুভমন গিল, শার্দূল ঠাকুরের মতো ক্রিকেটাররা সুযোগ পেয়ে নিজেদের প্রমাণ করেন। অস্ট্রেলিয়ার মাঠেই অস্ট্রেলিয়াকে হারিয়ে সিরিজ জিতে দেশে ফিরেছিলেন রহাণেরা।