ফেডারেশন নির্বাচনের দায়িত্বে হয়তো বিজয়নও

সামনের চার মাসের মধ্যে ফেডারেশনে নতুন করে নির্বাচন হচ্ছেই এবং তা দুই সদস্যের পর্যবেক্ষকের তত্ত্বাবধানে। তা শুক্রবার বুঝিয়ে দিয়েছে সুপ্রিম কোর্ট।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১১ নভেম্বর ২০১৭ ০৪:০৩
Share:

সুপ্রিম কোর্টের রায় লিখিত আকারে না বেরোলে জানা যাবে না ফেডারেশন প্রেসিডেন্ট প্রফুল্ল পটেল ও তাঁর কর্মসমিতির সদস্যরা আদৌ পদে থাকবেন কী না?

Advertisement

তবে এটা নিশ্চিত যে, সামনের চার মাসের মধ্যে ফেডারেশনে নতুন করে নির্বাচন হচ্ছেই এবং তা দুই সদস্যের পর্যবেক্ষকের তত্ত্বাবধানে। তা শুক্রবার বুঝিয়ে দিয়েছে সুপ্রিম কোর্ট।

একটি জনস্বার্থ মামলার পরিপ্রেক্ষিতে নতুন ভোটার তালিকা তৈরি করে ফের ফেডারেশনের নির্বাচন করতে হবে, দশ দিন আগে নির্দেশ দিয়েছিল দিল্লি হাইকোর্ট। শুক্রবার সেই রায় বহাল রেখেছে সর্বোচ্চ আদালত। শুনানি চলাকলীন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি দীপক মিশ্রর নেতৃত্বে তিন সদস্যের বেঞ্চ সেটা জানিয়েও দিয়েছে। শুধু তাই নয়, ৩১ অক্টোবরের রায়ে বলা হয়েছিল প্রাক্তন নির্বাচন কমিশনার এস ওয়াই কুরেশি নির্বাচন পরিচালনা করবেন। সেটাও বহাল থাকছে। এ দিন দেশের প্রধান বিচারপতি শুনানির সময় মন্তব্য করেন, ‘‘কলকাতার দুই প্রধানের খেলা দেখতে প্রচুর দর্শক হয়। আমিও খেলা দেখেছি। কিন্তু এ দেশের ফুটবলের মান ক্রমশ নামছে। আগের মতো নেই। সেটা তুলে ধরা দরকার।’’

Advertisement

এরপরই কুরেশির সঙ্গে নির্বাচন পরিচালনা ও প্রশাসনিক কাজের জন্য একজন ফুটবলার রাখার কথা বলেন প্রধান বিচারপতি। কে এই ফুটবলার? কাকে রাখা হবে তা নিয়ে সওয়ালের মাঝেই ঠিক হয়, আদালতই ঠিক করে দেবে নাম। শোনা যাচ্ছে, আই এম বিজয়নকে কুরেশির সঙ্গে জুড়ে দেওয়া হতে পারে। নির্বাচন পরিচালনা ও ফেডারেশন চালানোর জন্য। আপাতত কেন্দ্রীয় সরকারের তরফে ফুটবল অবজার্ভার হিসাবে জাতীয় দলের সঙ্গে থাকেন ভারতের সর্বকালের অন্যতম সেরা স্ট্রাইকার বিজয়ন।

এ দিন দুপুরে দিল্লি হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ করে প্রফুল্ল পটেলের করা মামলার শুনানি শুরু হয় সুপ্রিম কোর্টে। ফেডারেশনের তরফের আইনজীবীরা আদালতকে বলেন, ‘’১৫ নভেম্বরের মধ্যে অনূর্ধ্ব ২০ বিশ্বকাপের দরপত্র জমা দিতে হবে ফিফায়। সামনে আই লিগ ও আইএসএল রয়েছে। তা ছাড়া ফেডারেশনের কাজ পরিচালনায় তৃতীয় কোনও পক্ষের হস্তক্ষেপ হলে ফিফা শাস্তিমূলক ব্যবস্থা নিতে পারে। ফলে কমিটি ভাঙার নির্দেশ স্থগিত রাখা হোক।’’ প্রফুল্ল পটেলের আইনজীবির এই বক্তব্যের পর জনস্বার্থ মামলাকারীর আইনজীবি পাল্টা সওয়াল শুরু করেন। তিনি জানান, ‘স্পোর্টস কোড’ মেনে নির্বাচন হয়নি। এই কমিটি বৈধ হয় কী করে?

সওয়াল শেষ হলেও রাত পর্যন্ত আদালতের চূড়ান্ত রায় কী তা নিয়ে ধোঁয়াশায় দু’পক্ষই। সবাই লিখিত রায়ের জন্য অপেক্ষা করছেন। নিজেদের মতো করে ব্যাখ্যা করছেন সবকিছু। শোনা সোমবার তা জানা যাবে। বিকেলে একটি সংবাদ সংস্থা খবর দেয়, দিল্লি হাইকোর্টের রায়-ই বহাল থাকছে। কিন্তু ফেডারেশনের রাতে মেল করে জানানো হয়, সবই কল্পনাপ্রসূত। রাতে ফেডারেশন সচিব কুশল দাশ দিল্লি থেকে ফোনে বললেন, ‘‘আদালতের রায় হাতে না পেলে কিছু বলা সম্ভব নয়। তবে অনেকের মতো আমিও শুনেছি কমিটি থাকবে। নির্বাচনও হবে।’’ তবে তিনি বলেন, ‘‘প্রশাসক বা পর্যবেক্ষক যাই বসুক আই লিগ চালাতে কোনও অসুবিধা হবে না। ২৫ নভেম্বর শুরু হবে লিগ।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement