Football

আই লিগ হতে পারে নতুন ছকে

কলকাতায় আই লিগের সব ম্যাচ হওয়ার কথা এ বার। যুবভারতী ছাড়াও খেলা হওয়ার কথা কল্যাণী ও বারাসত স্টেডিয়ামে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১২ অগস্ট ২০২০ ০৭:৪০
Share:

—ফাইল চিত্র।

করোনা অতিমারির জেরে সংক্ষিপ্ত হতে পারে ভারতের ফুটবল মরসুম। বদলে যেতে পারে আই লিগের ফর্ম্যাটও! করোনাভাইরাসের উৎপত্তিস্থল চিনের সুপার লিগের ধাঁচে আই লিগেও অংশগ্রহণকারী দলগুলিকে দু’টি গ্রুপে ভাগ করে খেলানো হবে। তার পরে হবে নক-আউট পর্ব। দু’টি গ্রুপের এক ও দুই নম্বর দলকে নিয়ে হবে সেমিফাইনাল। তার পর ফাইনাল। যারা জিতবে ফাইনালে, তারাই লিগ চ্যাম্পিয়ন। আগামী ১৪ অগস্ট, সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের আই লিগ কমিটির সভাতেই হয়তো এ ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। তবে কোভিডের কারণে কমিটির সদস্যেরা ভিডিয়ো কনফারেন্সেই সভা করবেন।

Advertisement

কলকাতায় আই লিগের সব ম্যাচ হওয়ার কথা এ বার। যুবভারতী ছাড়াও খেলা হওয়ার কথা কল্যাণী ও বারাসত স্টেডিয়ামে। কিন্তু আগামী বছরের ফেব্রুয়ারিতে মেয়েদের অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপ হওয়ার কথা ভারতে। যুবভারতীতেও ম্যাচ রয়েছে। সেক্ষেত্রে জানুয়ারি মাস থেকে এই মাঠ পাওয়া যাবে না আই লিগের জন্য। যা দুশ্চিন্তা বাড়াচ্ছে ফেডারেশন কর্তাদের। এ ছাড়াও শুক্রবার আলোচনা হবে, মারণ ভাইরাসের সংক্রমণ রুখতে এএফসির নির্দেশ অনুযায়ী কী ভাবে সুরক্ষা বলয় তৈরি করা হবে, তা নিয়ে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement