নিজের ছন্দে খুশি জোকার। ফাইল ছবি।
উইম্বলডন জেতার ব্যাপারে আত্মবিশ্বাসী নোভাক জোকোভিচ। তৃতীয় রাউন্ডে জয়ের পর প্রতিযোগিতার শীর্ষ বাছাই বলেছেন, প্রতি ম্যাচেই উন্নতি হচ্ছে তাঁর খেলার। ঘাসের কোর্টে টানা ২৪টি ম্যাচ জিতে খুশি তিনি।
স্বদেশীয় মিওমির কেমানোভিচকে হারিয়েছেন ৬-০, ৬-৩, ৬-৪ ব্যবধানে। এক ঘণ্টা ৫২ মিনিটের ম্যাচ শেষে জোকোভিচ বলেছেন, ‘‘মনে হচ্ছে প্রতি দিনই আগের দিনের থেকে ভাল খেলছি। প্রতিযোগিতা যত এগোচ্ছে, আমার খেলার তত উন্নতি হচ্ছে। এক জন খেলোয়াড় যে ভাবে জিততে চায়, সে ভাবেই জিততে পারছি। কখনও কখনও জয়ের জন্য নিজেকে সেরা জায়গায় নিয়ে যেতে হয়। এখন ঠিক তেমনই হচ্ছে।’’
জোকোভিচ আরও বলেছেন, ‘‘জানি আরও ভাল খেলতে পারি আমি। সব সময় নিজের সেরাটা দিতে পারব, এমন প্রত্যাশা নিয়েই খেলতে নামি। সেরা জায়গা থেকে এখনও একটু দূরে রয়েছি। তবু ইতিবাচক থাকছি। পরের চ্যালেঞ্জগুলোর জন্য অপেক্ষা করছি।’’
২০টি গ্র্যান্ড স্ল্যামের মালিক মনে করছেন অনেক দিন পর এত ভাল ছন্দে রয়েছেন। তবে তিনি বেশি গর্বিত স্বদেশীয় একাধিক খেলোয়াড় ভাল পারফর্ম করায়। জোকোভিচ বলেছেন, ‘‘প্রতিযোগিতার শুরুটা ভাল করতে পেরেছি। যেটা করতে চাইছি, করতে পারছি। মিওমির প্রতিপক্ষ হিসাবে মোটেও সহজ নয়। খেলার ফল দেখে বিচার করলে হবে না। দু’জনে এক সঙ্গে অনেক অনুশীলন করেছি। মিওমির ছাড়াও সার্বিয়ার আরও দু’জন বেশ ভাল খেলছে। ওদের জন্য আমি গর্বিত।’’