লক্ষ্য সেন। —ফাইল চিত্র।
ব্যাডমিন্টনের বিশ্ব ক্রমতালিকায় এগোলেন ভারতীয় খেলোয়াড়েরা। পুরুষদের ক্রমতালিকায় প্রথম ১০-র মধ্যে জায়গা করে নিয়েছেন এইচ এস প্রণয়। দু’ধাপ এগিয়েছেন লক্ষ্য সেনও। জায়গা ধরে রেখেছেন পিভি সিন্ধু।
সাম্প্রতিক প্রতিযোগিতাগুলিতে ভাল পারফরম্যান্সের পুরস্কার পেলেন ভারতীয় ব্যাডমিন্টন খেলোয়াড়েরা। জাপান ওপেন-সহ পর পর তিনটি প্রতিযোগিতার সেমিফাইনালে হারতে হয়েছে লক্ষ্যকে। তবু ক্রমতালিকায় দু’ধাপ এগিয়ে ১১ নম্বরে উঠে এসেছেন লক্ষ্য। অন্য দিকে, ভারতীয়দের মধ্যে শীর্ষে রয়েছেন প্রণয়। তিনি এক ধাপ এগিয়ে রয়েছেন ক্রমতালিকায় নবম স্থানে। বিশ্বের প্রাক্তন এক নম্বর কিদম্বি শ্রীকান্তও এগিয়েছেন ক্রমতালিকা। তিনি রয়েছেন ১৯ নম্বরে। জাতীয় চ্যাম্পিয়ন মিঠুন মঞ্জুনাথ চার ধাপ এগিয়ে বিশ্ব ক্রমতালিকায় ৫০ নম্বরে রয়েছেন।
মহিলাদের ক্রমতালিকায় প্রথম ১০ জনের মধ্যে ভারতের কেউ নেই। দু’বারের অলিম্পিক্স পদক জয়ী সিন্ধু রয়েছেন আগের মতোই ক্রমতালিকায় ১৭ নম্বরে। পুরুষদের ডাবলসে সাত্ত্বিকসাইরাজ রঙ্কিরেড্ডি এবং চিরাগ শেঠি জুটি রয়েছেন ক্রমতালিকায় দ্বিতীয় স্থানে। মহিলাদের ডাবলস জুটি ত্রিসা জলি এবং গায়ত্রী গোপীচন্দ দু’ধাপ এগিয়ে ১৭ নম্বরে আছেন।