তিনবার বিশ্বকাপে খেলেছেন কিন্ডো। ফাইল ছবি
প্রয়াত হলেন কিংবদন্তি হকি খেলোয়াড় মাইকেল কিন্ডো। দীর্ঘ রোগভোদের পর বৃহস্পতিবার তিনি ওডিশার রউরকেল্লায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
১৯৭২ সালে মিউনিখ অলিম্পিকে ভারতের ব্রোঞ্জজয়ী দলের সদস্য ছিলেন তিনি। এই ডিফেন্ডার ১৯৭৫ সালে কুয়ালালামপুর বিশ্বকাপে চ্যাম্পিয়ন ভারতীয় দলেও ছিলেন। ফাইনালে পাকিস্তানকে হারিয়েছিল ভারত। সেটাই ছিল বিশ্বকাপে ভারতের প্রথম সোনা।
তাঁর পরিবার সূত্রে পাওয়া খবরে জানা গেছে, বার্ধক্যজনিত অসুখে ভুগছিলেন কিন্ডো। বৃহস্পতিবার বিকেল সাড়ে ৩টেয় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তাঁর স্ত্রী এবং দুই মেয়ে রয়েছে। উপজাতি সম্প্রদায়ের প্রথম খেলোয়াড় হিসেবে তিনি ভারতীয় হকি দলে সুযোগ পান।
তাঁর মৃত্যুতে শোক প্রকাশ করেছে হকি ইন্ডিয়া। শোকবার্তায় তারা লিখেছে, ‘‘প্রাক্তন হকি খেলোয়াড় মাইকেল কিন্ডোর প্রয়ানে আমরা শোকাহত। ওঁর পরিবারের প্রতি আমাদের আন্তরিক সমবেদনা।’’