হাবাস মানেই ম্যাজিক। তিনি দায়িত্ব নিলেই চ্যাম্পিয়ন হয় এটিকে।
আইএসএল-এর প্রথম সংস্করণে তাঁর হাত ধরেই ট্রফি জিতেছিল এটিকে। মাঝে তিনি কলকাতা ছেড়ে গিয়েছিলেন। এ বার তাঁকে ফেরানো হয়েছিল।
ফিরে এসেই এটিকে-কে চ্যাম্পিয়ন করালেন আন্তোনিও লোপেজ হাবাস। তাঁর হাত ধরে দু’ বার আইএসএল চ্যাম্পিয়ন হল এটিকে। দু’বারের মধ্যে পার্থক্য কোথায়? হাবাস বলছেন, ‘‘দু’বারের মধ্যে পার্থক্য রয়েছে। সেটা ছিল প্রথম সংস্করণ।
তার পর থেকে আইএসএল পেশাদার হয়েছে। ভাল কোচ এসেছেন, ভাল প্লেয়ার এসেছে, টুর্নামেন্ট দীর্ঘ সময় ধরে হয়েছে। প্রথম বার চ্যাম্পিয়ন হওয়টা গুরুত্বপূর্ণ ছিল। কারণ সেটাই ছিল প্রথম আইএসএল। আর এ বারেরটা প্রথম বারের থেকেও গুরুত্বপূর্ণ।’’
আরও পড়ুন: আর ওর ধারাভাষ্য শুনতে হবে না, মঞ্জরেকরকে তীব্র কটাক্ষ সিএসকে-র
এ বার আইএসএল-এর ষষ্ঠ সংস্করণ ছিল। ছ’বারের মধ্যে তিন বারই জিতেছে এটিকে। শনিবার ফাইনালে চেন্নাইয়িনকে ৩-১ গোলে হারায় এটিকে। হাবাস বলছেন, ‘‘মাঠের ভিতরে ও বাইরে আমরা একটা দল হিসেবেই থেকেছি। এটাই ছিল গুরুত্বপূর্ণ। এর ফলে আমাদের মধ্যে বোঝাপড়া ভাল হয়েছে।’’ বেশ কয়েক জন চোট পেয়েছিল। ফাইনালে রয় কৃষ্ণও চোট পেয়ে মাঠ ছাড়েন। কিন্তু তবুও হাল ছাড়েনি কলকাতা শিবির। হাবাস বলছেন, ‘‘একটা দল হয়ে উঠেছিলাম আমরা। এটাই আমাদের আসল শক্তির জায়গা।’’
তিনি এটিকে-র দায়িত্ব নিলেই দল চ্যাম্পিয়ন হয়। এর রহস্য কী? হাবাস বলছেন, ‘‘এটিকে-র সঙ্গে জড়িত যাঁরা, তাঁরা আমাকে ভালবাসে। এটিকে-র সঙ্গে আমার যোগাযোগটা অন্য ধরনের। আমরা একটা পরিবার। এটাই আমাদের সাফল্যের অস্ত্র।’’