Diego Maradona

অনেক ভাল মারাদোনা, দ্রুতই বাড়ি ফিরতে চান

বুয়েনস আইরেসের এক ক্লিনিকে মঙ্গলবার ৮০ মিনিট ধরে মারাদোনার মস্তিষ্কে অস্ত্রোপচার হয়।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

কলকাতা শেষ আপডেট: ০৬ নভেম্বর ২০২০ ০৪:৩২
Share:

স্বস্তি: ভক্তদের জন্য সুখবর। দ্রুত সুস্থ হচ্ছেন মারাদোনা। ফাইল চিত্র

প্রত্যাশার থেকেও অনেক দ্রুতগতিতে সুস্থ হচ্ছেন দিয়েগো মারাদোনা। কিংবদন্তি ফুটবলারের মস্তিষ্কে জমাট বাঁধা রক্ত অস্ত্রোপচার করে বার করে দেওয়া হয়েছিল মঙ্গলবারই। তাঁর ব্যক্তিগত চিকিৎসক সাংবাদিকদের জানিয়েছেন, মারাদোনা এখনই রীতিমতো মজা করছেন তাঁকে যাঁরা দেখতে আসছেন, তাঁদের সঙ্গে। এবং তাঁর এত দ্রুত সুস্থ হয়ে ওঠাটা ওই চিকিৎসকের কথায়, ‘বিস্ময়কর’! মারাদোনার নিজস্ব স্নায়ুবিশেষজ্ঞ শল্যচিকিৎসক লিয়োপোল্দো লুকে বলেছেন, ‘‘দিয়েগোর স্নায়ুর কোনও ক্ষতি হয়নি। আর যে দ্রুততায় ও সুস্থ হচ্ছে, তা অবাক করে দেওয়ার মতো! এমনকি ও অন্যদের সঙ্গে মজাও করছে। ওকে দেখে আমি সত্যিই রোমাঞ্চিত।’’ বাড়ি যেতে দেওয়ার জন্য ডাক্তারদের উপর চাপ দিতেও না কি শুরু করেছেন মারাদোনা। লুকে বলেছেন, ‘‘ও মনে করছে, একদম সুস্থ এবং এখনই বাড়ি ফিরে যেতে পারে।’’ জানা গিয়েছে, সব কিছু ঠিকঠাক থাকলে শুক্রবারের মধ্যে মারাদোনাকে ছেড়ে দেওয়া হতে পারে।

Advertisement

বুয়েনস আইরেসের এক ক্লিনিকে মঙ্গলবার ৮০ মিনিট ধরে মারাদোনার মস্তিষ্কে অস্ত্রোপচার হয়। সেই ক্লিনিকের বাইরে সারাক্ষণই তাঁর প্রচুর ভক্ত ভিড় করে রয়েছেন। তাঁর আইনজীবী মাতিয়াস মোরলাও বলেছেন ‘‘দিয়েগো খুবই ভাল আছে।’’ আরও চিকিৎসার জন্য মারাদোনা কি অদূর ভবিষ্যতে কিউবা যাবেন? এমন প্রশ্নে মোরলার জবাব, ‘‘এটা ঘটনা যে দিয়েগো খুবই ভালবাসে কিউবাকে। গতকালই আমি ফিদেল কাস্ত্রোর ছেলের সঙ্গে কথা বলেছি। এমনকি ভেনেজ়ুয়েলাকেও ভীষণ পছন্দ করে ও। কিন্তু এখনই আর্জেন্টিনার বাইরে কোথাও যাওয়ার সম্ভাবনা খুব কম দিয়েগোর।’’

আরও পড়ুন: শীঘ্রই সূর্যের সময় আসবে, সৌরভের মন্তব্যে জল্পনা

Advertisement

আরও পড়ুন: বুমরার দাপট, দিল্লিকে ৫৭ রানে হারিয়ে ফাইনালে মুম্বই

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement