Virat Kohli

ধর্মশালায় বিরাটের এই ছবিগুলো দেখেছেন কি?

শুরুতেই নিউজিল্যান্ডের মেরুদণ্ড ভেঙে দিয়েছিলেন হার্দিক পটেল ও উমেশ যাদব। ৬৫ রানে ৭ উইকেট তখন। একমাত্র টম লাথাম ছাড়া প্রথম শ্রেণির ব্যাটসম্যানরা যেন আয়রাম গয়ারাম। ৮ নম্বর ব্যাটসম্যান অবধি কেউ ১৫ রানের বেশি করতে পারেননি। টম লাথাম ৭৯ ও টিম সাউদি ৫৫ রানে ভর করে কোনও ক্রমে ১৯০ রান তোলে নিউজিল্যান্ড।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১৭ অক্টোবর ২০১৬ ১৫:৪৪
Share:

ধর্মশালার ম্যাচে বিরাট

শুরুতেই নিউজিল্যান্ডের মেরুদণ্ড ভেঙে দিয়েছিলেন হার্দিক পটেল ও উমেশ যাদব। ৬৫ রানে ৭ উইকেট তখন। একমাত্র টম লাথাম ছাড়া প্রথম শ্রেণির ব্যাটসম্যানরা যেন আয়রাম গয়ারাম। ৮ নম্বর ব্যাটসম্যান অবধি কেউ ১৫ রানের বেশি করতে পারেননি। টম লাথাম ৭৯ ও টিম সাউদি ৫৫ রানে ভর করে কোনও ক্রমে ১৯০ রান তোলে নিউজিল্যান্ড। অমিত মিশ্র ও হার্দিক পটেল ৩টি করে উইকেট নেন। জবাবে ভারত ব্যাট করতে নেমে মাত্র ৩৩ ওভারে প্রয়োজনীয় রান তুলে নেয়। আজিঙ্ক রাহানে ৩৩ রান করেন। আর প্রত্যাশা মতই বিরাট কোহালি তাঁর ৩৭ তম অর্ধশতরান পূর্ণ করলেন। ৮৫ রানে অপরাজিত ছিলেন। রবিবার ধর্মশালার পিচে বিরাটের উপস্থিতি ছিল যেন তিনি এলেন, দেখলেন এবং জয় করলেন। সাউদি, ব্রেসওয়েলদেরকে নিয়ে রীতিমতো ছেলাখেলা করলেন। শুধু ব্যাটেই নয় রবিবার মাঠে সারক্ষণই আগ্রাসন ভুমিকায় দেখা গেছে তাঁকে। বিরাট কোহালির সেই রকমই কিছু ছবি তুলে ধরা হল।

Advertisement

আরও পড়ুন- আইসিসির সেরা দশ ওয়ানডে ব্যাটসম্যানের তালিকায় ৩ ভারতীয়, কারা জানেন?

আরও পড়ুন- দুর্গাপুজোর পর অবসাদ কাটাবেন কী ভাবে

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement