Cristiano Ronaldo

হ্যাটট্রিক রোনাল্ডোর, জয় পেল আর্সেনাল, ম্যাঞ্চেস্টার ইউনাইটেড

কাগলিয়ারির বিরুদ্ধে হ্যাটট্রিক করলেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

কলকাতা শেষ আপডেট: ১৫ মার্চ ২০২১ ০৮:৩২
Share:

হ্যাটট্রিক করলেন রোনাল্ডো ফাইল চিত্র

কাগলিয়ারির বিরুদ্ধে হ্যাটট্রিক করলেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। ১০ মিনিটেই ফ্রেডরিকোর কর্নার থেকে হেডে গোল করেন তিনি। দ্বিতীয় গোল আসে ২৪ মিনিটে। কাগলিয়ারির গোলরক্ষক ক্র্যাগনো বক্সের মধ্যে রোনাল্ডোকে ফেলে দেওয়ায় পেনাল্টি পায় জুভেন্টাস। স্পট কিক থেকে গোল করেন সিআর ৭। ৩২ মিনিটেই তৃতীয় গোল করেন রোনাল্ডো। বক্সের ভেতর থেকে বাঁ পায়ের জোড়াল শট জালে জড়ায়। ক্র্যাগনো হাতে লাগালেও বল বের করতে পারেননি। সিমিওনে ৬১ মিনিটে ব্যবধান কমান। ২৬ ম্যাচে ৫৫ পয়েন্ট নিয়ে ৩ নম্বরে থাকলেন রোনাল্ডোরা। ২৭ ম্যাচে ৬৫ পয়েন্ট নিয়ে শীর্ষে ইন্টার মিলান।

Advertisement

ইংলিশ প্রিমিয়ার লিগে পিছিয়ে থেকেও জয় পেল আর্সেনাল। টোটেনহ্যামকে ২-১ গোলে হারিয়ে। লামেলা ৩৩ মিনিটে গোল করে টোটেনহ্যামকে এগিয়ে দিলেও ৪৪ মিনিটে মার্টিনের গোলে সমতা ফেরায় আর্সেনাল। পেনাল্টি থেকে ৬৪ মিনিটে জয়সূচক গোল করেন আলেকজান্দ্রে লাকাজেত। ৭৬ মিনিটে লামেলা লাল কার্ড দেখে বাইরে চলে যাওয়ায় আর সমতা ফেরাতে পারেননি হ্যারি কেনরা। ২৮ ম্যাচে ৪১ পয়েন্ট নিয়ে ১০ নম্বরে থাকল আর্সেনাল। সমসংখ্যক ম্যাচে ৪৫ পয়েন্ট নিয়ে ৭ নম্বরে টোটেনহ্যাম।

কেরিগ ডওসনের আত্মঘাতী গোলে ওয়েস্ট হ্যামের বিরুদ্ধে জয় পেল ম্যাঞ্চেস্টার ইউনাইটেড। প্রথমার্ধে ভাল খেলেও গোল করতে পারেনি ইউনাইটেড। দ্বিতীয়ার্ধে গোল পায় তারা। এই জয়ের ফলে ২৯ ম্যাচে ৫৭ পয়েন্ট নিয়ে দু নম্বরে থাকল ইউনাইটেড। শীর্ষে আছে ম্যাঞ্চেস্টার সিটি। ৩০ ম্যাচে ৭১ পয়েন্ট নিয়ে।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement