Paralympics 2024

প্যারালিম্পিক্সে ইতিহাস ভারতের, তিরন্দাজিতে প্রথম সোনা হরবিন্দরের হাত ধরে

এ দিন ফাইনালে ছয় সেটের ম্যাচে শুরু থেকেই প্রতিপক্ষকে চাপে রাখেন হরবিন্দর। প্রথম থেকেই এগিয়ে ছিলেন তিনি। হরবিন্দর ২৮-২৪, ২৮-৩৭, ২৯-২৫ ফলে লুকাজ়কে হারান।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

কলকাতা শেষ আপডেট: ০৫ সেপ্টেম্বর ২০২৪ ০০:৩০
Share:

তিরন্দাজ হরবিন্দর সিংহ। ছবি: সমাজমাধ্যম।

আবার প্যারালিম্পিক্সে সোনা জিতল ভারত। বুধবার তিরন্দাজ হরবিন্দর সিংহ পুরুষদের ব্যক্তিগত রিকার্ভ ডব্লিউ২ বিভাগে পোল্যান্ডের লুকাজ় সিজ়েককে ফাইনালে হারিয়ে স্বর্ণপদক জিতলেন। পাশাপাশি, প্যারালিম্পিক্সে তিরন্দাজিতে প্রথম সোনা জেতার নজির তৈরি করল ভারত।

Advertisement

এ দিন ফাইনালে ছয় সেটের ম্যাচে শুরু থেকেই প্রতিপক্ষকে চাপে রাখেন হরবিন্দর। প্রথম থেকেই এগিয়ে ছিলেন তিনি। হরবিন্দর ২৮-২৪, ২৮-৩৭, ২৯-২৫ ফলে লুকাজ়কে হারান। প্যারালিম্পিক্সে হরবিন্দরের সাফল্যের পর শুভেচ্ছা জানান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সমাজমাধ্যমে তিনি লেখেন,“প্যারালিম্পিক্সে পুরুষদের ব্যক্তিগত রিকার্ভে সোনা জেতার জন্য হরবিন্দর সিংহকে অনেক অভিনন্দন। সোনা জিতে সকলকে গর্বিত করেছেন তিনি।” পাশাপাশি, তাঁর খেলার ধরণ নিয়েও প্রশংসা করেন মোদী।

২০২০ সালে টোকিয়ো প্যারালিম্পিক্সে ব্রোঞ্জ জিতেছিলেন হরবিন্দর। এই প্রথম তিরন্দাজিতে সোনা জিতে নজির গড়ল ভারত।

Advertisement

এখনও পর্যন্ত প্যারালিম্পিক্সে ভারত মোট ২২টি পদক জিতেছে, তার মধ্যে ৪টি সোনা, ৮টি রুপো এবং ১০টি ব্রোঞ্জ আছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement