ভারতীয় দলের সঙ্গে ফিল্ডিং অনুশীলনে হার্দিক। ছবি:পিটিআই।
ভারতীয় দলের অনুশীলনে হার্দিক পান্ড্য। সোমবার ওয়াংখেড়ে স্টেডিয়ামে এমন ছবিই দেখা গেল। যা সব জল্পনার অবসান বলেই মনে করা হচ্ছে।
পিঠের চোটের জন্য আন্তর্জাতিক ক্রিকেটের বাইরে আছেন জাতীয় দলের এই অলরাউন্ডার। লন্ডনে তাঁর পিঠে অস্ত্রোপচার হয়েছিল। তার পর থেকে মুম্বইয়ে ব্যক্তিগত ট্রেনার রজনীকান্তের তত্ত্বাবধানে রিহ্যাব চলছিল। এর মধ্যেই ভারত এ-র নিউজিল্যান্ড সফরের দলে নির্বাচিত হয়েছিলেন। কিন্তু ফিটনেসজনিত কারণে বাদ পড়েন তিনি। সেই জায়গায় বিজয় শঙ্করকে নেন জাতীয় নির্বাচকরা।
শোনা যাচ্ছিল, হার্দিক নাকি ফিটনেস টেস্টে পাশ করতে পারেননি। সেই জন্যই তাঁকে ভারত এ দলের স্কোয়াড থেকে সরিয়ে নেওয়া হয়েছে। কিন্তু, ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের তরফে এমন কোনও ফিটনেস টেস্ট হয়নি বলে জানানো হয়। বোর্ড সূত্র জানায় যে নেটে বল করার পরিপ্রেক্ষিতে হার্দিকের মনে হয়েছিল যে আরও কিছুদিন খাটাখাটনির দরকার রয়েছে।
সেই পরিপ্রেক্ষিতে সোমবার বিরাট কোহালিদের সঙ্গে হার্দিকের অনুশীলন তাপর্যপূর্ণ। মঙ্গলবার এই মাঠেই অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজের প্রথম একদিনের ম্যাচে নামবে টিম ইন্ডিয়া। তারই প্রস্তুতি চলছিল। সেখানেই হাজির হন হার্দিক। সংবাদ সংস্থার খবর অনুসারে কোহালি ও জশপ্রীত বুমরার সঙ্গে অনুশীলন করতে দেখা গিয়েছে তাঁকে। বোলিং কোচ ভরত অরুণের নজরদারিতে অনেকক্ষণ তিনি বলও করেন। ফিল্ডিংয়ের অনুশীলনও করেন। মনে করা হচ্ছে, এর পর হার্দিকের ফিটনেস নিয়ে জল্পনায় দাঁড়ি পড়বে। তবে নিউজিল্যান্ডে ভারতীয় দলের টি-টোয়েন্টি স্কোয়াডেও জায়গা হয়নি তাঁর। তাই খুব তাড়াতাড়ি হয়ত আন্তর্জাতিক ক্রিকেটে তাঁকে দেখা যাবে না।