Cricket

‘তোমাকে ছাড়া ড্রেসিং রুম একদম ফাঁকা লাগে’, কাকে বললেন লোকেশ রাহুল  

চোট সারাতে এখন ব্যস্ত পাণ্ড্য। করছেন রিহ্যাব। সে ভাবে এখনও ক্রিকেট শুরুই করেননি তিনি।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১২ ডিসেম্বর ২০১৯ ১৫:০৮
Share:

মুম্বইয়ে বিধ্বংসী রাহুল। ছবি— এএফপি।

ওয়াংখেড়েতে শুরু থেকে লোকেশ রাহুলরা যে ভাবে ক্যারিবিয়ান বোলিংকে আক্রমণ করতে শুরু করেছিলেন, তা দেখে নাকি ব্যাট নিয়ে মাঠে নেমে পড়তে চেয়েছিলেন হার্দিক পাণ্ড্য! ম্যাচের শেষে তাঁর সেই ইচ্ছার কথা জানিয়েছেন ভারতের অলরাউন্ডার।

Advertisement

চোট সারাতে এখন ব্যস্ত পাণ্ড্য। করছেন রিহ্যাব। সে ভাবে এখনও ক্রিকেট শুরুই করেননি তিনি। বুধবার তিন ম্যাচের টি টোয়েন্টি সিরিজের শেষ ম্যাচে স্টেডিয়ামে উপস্থিত ছিলেন তিনি।

খেলার শেষে রাহুলের সাক্ষাৎকার নিতে মাঠে নেমে পড়েন বন্ধু পাণ্ড্য। দুই বন্ধুর সাক্ষাৎকারের ভিডিয়ো ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড পোস্ট করেছে টুইটারে। সাক্ষাৎকার নেওয়ার সময়ে পাণ্ড্যকে বলতে শোনা যায়, “তোমরা যে ভাবে খেলছিলে, তাতে আমারই মনে হচ্ছিল ব্যাট হাতে করে মাঠে নেমে পড়ি।’’

Advertisement

পাণ্ড্যর মাঠে ফিরতে এখনও বেশ খানিকটা সময় লাগবে। তাঁর পরিবর্তে শিবম দুবেকে দেখে নিচ্ছে ভারতের টিম ম্যানেজমেন্ট। কিন্তু, হার্দিকের অভাব অনুভব করছেন সবাই। ড্রেসিং রুমের কথা প্রকাশ্যে এনে 0রাহুল বলছেন, ‘‘আমরা তোমার অপেক্ষায় রয়েছি। তোমার অভাবে ড্রেসিং রুম ফাঁকা লাগছে, বিশেষ করে আমার।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement