India

Rishabh Pant: ঋষভ পন্থের করোনা নিয়ে চিন্তায় দুই প্রাক্তন

টুইটারে পন্থের সুস্থতা কামনা করলেন হরভজন সিংহ ও সুরেশ রায়না।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ১৫ জুলাই ২০২১ ১৯:১৩
Share:

পন্থের আরোগ্য কামনা করলেন হরভজন ও রায়না।

ঋষভ পন্থ কোভিডে আক্রান্ত হয়ে আট দিনের নিভৃতবাসে রয়েছেন। আপাতত তাঁর ঠিকানা ইংল্যান্ডে আত্মীয়ের বাড়ি। খবরটা দাবানলের মতো ছড়িয়ে যেতে সময় লাগেনি। টুইটারে পন্থের সুস্থতা কামনা করলেন হরভজন সিংহ সুরেশ রায়না

Advertisement

ভাজ্জি লিখেছেন, ‘দ্রুত সুস্থ হয়ে ওঠো চ্যাম্পিয়ন।’ পন্থের আরোগ্য কামনা করে রায়না লিখেছেন, ‘ভাই দ্রুত মাঠে ফিরে এসো।’

ভাইরাসে আক্রান্ত হওয়ার জন্য পন্থকে ছাড়াই প্রস্তুতি ম্যাচ খেলতে ডারহাম যাবে দল। ২০ জুলাই ডারহামে কাউন্টি চ্যাম্পিয়নশিপ একাদশের বিরুদ্ধে তিন দিনের প্রস্তুতি ম্যাচ খেলবেন বিরাট কোহলী, অজিঙ্ক রহাণেরা।

Advertisement

এ দিকে পন্থের খবর শোনার পর থেকে যেন আতঙ্কে ভুগছেন মাইকেল ভন। ইংল্যান্ডের প্রাক্তন অধিনায়ক তো আসন্ন ভারত বনাম ইংল্যান্ড টেস্ট সিরিজ ও দেশের ঘরোয়া ক্রিকেট আয়োজন করা নিয়ে চিন্তা প্রকাশ করেছেন।

টুইটারে ভন লিখেছেন, ‘আমাদের দেশে ভাইরাস হানা বেড়েই চলেছে। তাই ভারত-ইংল্যান্ড সিরিজ, দ্য হানড্রেড সুষ্ঠু ভাবে আয়োজন করতে হলে নিভৃতবাসের নিয়মে বদল আনা দরকার। সেটা না হলে অ্যাশেজের সময়ও করোনা প্রভাব ফেলতে পারে।’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement