Wriddhiman Saha

Team India: নিভৃতবাসে ঋদ্ধিমান সাহাও, করোনা আক্রান্ত সাপোর্ট স্টাফের সংস্পর্শে এসেছিলেন তিনি

আইপিএল-এ খেলার সময় করোনা আক্রান্ত হয়েছিলেন তিনি। এর আগে ঋষভ পন্থ করোনা আক্রান্ত বলে জানা গিয়েছিল।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ১৫ জুলাই ২০২১ ১৭:৩১
Share:

ঋদ্ধিমান সাহা। —ফাইল চিত্র

নিভৃতবাসে ঋদ্ধিমান সাহা। ভারতীয় দলের সাপোর্ট স্টাফ দয়ানন্দ গরানী করোনা আক্রান্ত। তাঁর সংস্পর্শে আসায় নিভৃতবাসে যেতে বাধ্য হলেন বাংলার উইকেটরক্ষক। আইপিএল-এ খেলার সময় করোনা আক্রান্ত হয়েছিলেন তিনি। এর আগে ঋষভ পন্থ করোনা আক্রান্ত বলে জানা গিয়েছিল।

Advertisement

সংবাদ সংস্থা এএনআই সূত্রে জানা গিয়েছে ঋদ্ধিকে নিভৃতবাসে পাঠানো হয়েছে। তবে তাঁর করোনা পরীক্ষার ফল নেগেটিভ এসেছে বলে জানানো হয়েছে। ভারতীয় দলের একের পর এক সদস্য করোনা আক্রান্ত। বৃহস্পতিবার পন্থ আক্রান্ত হওয়ার পর জানা যায় তাঁকে এক আত্মীয়ের বাড়িতে নিভৃতবাসে রাখা হয়েছে। থ্রো ডাউন বিশেষজ্ঞ দয়ানন্দ করোনা আক্রান্ত হওয়ার পর তাঁর সংস্পর্শে আসার পর নিভৃতবাসে ঋদ্ধি। দলের দুই উইকেটরক্ষকই নিভৃতবাসে।

বোলিং প্রশিক্ষক ভরত অরুণকেও দয়ানন্দর সঙ্গে দেখা গিয়েছিল। তাঁকেও নিভৃতবাসে পাঠানো হয়েছে বলে জানা গিয়েছে। ২০ জুলাই প্রস্তুতি ম্যাচের আগে একাধিক সদস্য করোনা আক্রান্ত হওয়ায় চিন্তা বাড়ছে ভারতীয় দলে।

Advertisement

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে নিউজিল্যান্ডের কাছে হেরে যায় ভারত। এর পর ২০ দিনের জন্য ছুটিতে চলে যান বিরাট কোহলীরা। ১৪ জুলাই সেই ছুটি শেষ হয়। জৈব সুরক্ষা বলয়ে ঢোকার আগে করোনা পরীক্ষা করা হয় তাঁদের।

ভরত অরুণ। —ফাইল চিত্র

৪ অগস্ট থেকে ইংল্যান্ডের বিরুদ্ধে পাঁচ ম্যাচের সিরিজ শুরু ভারতের। তার আগে একের পর এক সদস্য করোনা আক্রান্ত হওয়ায় চিন্তা বাড়ছে দলের।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement