সৌরভই আনবেন বদল, বিশ্বাস ভাজ্জির

হরভজন আবার একটি তামিল সিনেমায় অভিনয় করতে চলেছেন। যে সিনেমার পরিচালক কার্তিক যোগী।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ০৬ নভেম্বর ২০১৯ ০৪:৩৩
Share:

পরীক্ষা: পর্দায় নিজেকে প্রমাণ করতে চান ভাজ্জি। —ছবি পিটিআই।

অধিনায়ক থাকার সময় যে ভাবে দল পরিচালন করতেন, সে ভাবে ভারতীয় বোর্ডকেও নেতৃত্ব দেবেন সৌরভ গঙ্গোপাধ্যায়। এমনটাই মনে করেন সৌরভের এক সময়কার সতীর্থ হরভজন সিংহ।

Advertisement

মঙ্গলবার নয়াদিল্লিতে এক অনুষ্ঠানে হরভজন বলেন, ‘‘দারুণ এক জন অধিনায়ক ছিল সৌরভ। ওর সঙ্গে খেলে ব্যক্তিগত ভাবে আমি অনেক কিছু শিখেছি। সৌরভের পরম্পরা এর পরে এগিয়ে নিয়ে গিয়েছিল মহেন্দ্র সিংহ ধোনি। এখন বিরাট কোহালিও খুব ভাল কাজ করছে। আমি নিশ্চিত বোর্ড প্রেসিডেন্ট হিসেবেও খুব ভাল কাজ করবে সৌরভ।’’

হরভজন আবার একটি তামিল সিনেমায় অভিনয় করতে চলেছেন। যে সিনেমার পরিচালক কার্তিক যোগী। যা নিয়ে হরভজন বলছেন, ‘‘কার্তিক যখন চিত্রনাট্য নিয়ে এসেছিল, আমার ধারণাও ছিল না ব্যাপারটা কোন দিকে গড়াবে। ভেবেছিলাম ওর কথাটা শুনে দেখিই না আগে। পরে ব্যাপারটায় আগ্রহ পেতে শুরু করলাম। অবশ্যই একটা চ্যালেঞ্জিং পর্ব। একই ভাবে উত্তেজনাও কম ছিল না। আশা করি আমার পরিশ্রম সার্থক হবে।’’

Advertisement

২০১৬ সালে জাতীয় দলের জার্সিতে শেষ বার খেলা হরভজনের অভিজ্ঞতা আছে বিরাট কোহালি এবং মহেন্দ্র সিংহ ধোনি, দুই অধিনায়কেরই নেতৃত্বে খেলার। তাঁদের নেতৃত্বের মধ্যে পার্থক্য কী জানতে চাইলে হরভজন বলেন, ‘‘আমরা বেশির ভাগ ম্যাচ জিতেছি আমাদের তরুণ ও প্রতিভাবান অধিনায়ক বিরাট এবং কিংবদন্তি ধোনির নেতৃত্বে। এই সাফল্যের পুরো কৃতিত্ব তাদের। সঙ্গে তরুণ ক্রিকেটারদের সমর্থনের কথাও বলতে হবে। প্রত্যেকের নেতৃত্বের ধরন আলাদা। কে কী ভাবে নিজের পরিকল্পনা প্রয়োগ করছে সেটাও ভিন্ন। তবে লক্ষ্যটা এক।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement