বাংলার দাবায় নতুন দায়িত্ব পেলেন দিব্যেন্দু ফাইল চিত্র
বাংলার দাবা প্রশাসনের মাথায় বসলেন দিব্যেন্দু বড়ুয়া। সারা বাংলা দাবা সংস্থার নতুন সভাপতি হলেন গ্র্যান্ড মাস্টার দিব্যেন্দু। বৈঠকের পরে বাংলার প্রথম তথা ভারতের দ্বিতীয় গ্র্যান্ড মাস্টারকে এই নতুন দায়িত্ব দেওয়া হল। বাংলার দাবার দায়িত্ব পেয়ে দিব্যেন্দু জানালেন, বাংলার প্রতিটি ঘরে দাবাকে পৌঁছে দিতে চান তিনি।
শনিবার যুবভারতী ক্রীড়াঙ্গনে সারা বাংলা দাবা সংস্থার সাধারণ সভা অনুষ্ঠিত হয়। উপস্থিত ছিলেন ২০টি জেলার দাবা সংস্থার মোট ৪০ জন প্রতিনিধি। সেখানে সভাপতি নির্বাচিত হন দিব্যেন্দু। ২০২২ সাল থেকে ২০২৬ সাল পর্যন্ত দায়িত্ব সামলাবেন তিনি।
১৫ জনের কমিটিতে দিব্যেন্দু ছাড়াও রয়েছেন বাংলার আর এক গ্র্যান্ড মাস্টার সপ্তর্ষি রায়চৌধুরী। এই প্রথম কোনও রাজ্য দাবা সংস্থায় দু’জন গ্র্যান্ড মাস্টার জায়গা পেলেন। তা ছাড়া কমিটির পাঁচ জন সদস্য জাতীয় স্তরে দাবা খেলেছেন।
নতুন দায়িত্ব পাওয়ার পরে দিল্লি গিয়েছেন দিব্যেন্দু। রবিবার সেখানে দাবা অলিম্পিয়াডের সূচনা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দিল্লি থেকেই আনন্দবাজার অনলাইনকে দিব্যেন্দু বললেন, ‘‘বাংলা দাবাকে আরও সামনের দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করব। অনেকগুলো পরিকল্পনা আছে। দাবাকে বাংলার প্রতিটা ঘরে পৌঁছে দিতে হবে। আশা করছি ভবিষ্যতে বাংলা থেকে আরও দাবাড়ু উঠে আসবে।’’
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, Twitter এবং Instagram পেজ।