Tanumoy Basu

WB District Federation: ‘স্বাভাবিক নিয়মেই’ জেলা ক্রীড়া সংস্থা থেকে বাদ তনুময়, আগেই আদালতে প্রাক্তন ফুটবলার

পশ্চিমবঙ্গ জেলা ক্রীড়া সংস্থার বিরুদ্ধে আদালতের দ্বারস্থ হয়েছেন তনুময় বসু। তার মধ্যেই তাঁকে বাদ রেখে নতুন সংস্থার কমিটি গঠন করা হয়েছে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ১৯ জুন ২০২২ ২০:৩৬
Share:

জেলা ক্রীড়া সংস্থার নতুন কমিটি তৈরি হল নিজস্ব চিত্র

তনুময় বসুকে বাদ রেখেই গঠন করা হল পশ্চিমবঙ্গ জেলা ক্রীড়া সংস্থার নতুন কমিটি। রবিবার, মালদহে ক্রীড়া সংস্থার ৮২তম সাধারণ বার্ষিক সভায় ১৫টি জেলার প্রতিনিধিরা মিলে নতুন কমিটি গঠন করেন। কমিটির নতুন সভাপতি হলেন সুদীপ বিশ্বাস। তিনি উত্তর দিনাজপুর ক্রীড়া সংস্থার সচিব ছিলেন। প্রাক্তন ফুটবলার তথা ক্রীড়া সংস্থার প্রাক্তন সভাপতি তনুময়কে কোনও পদে রাখা হয়নি। জেলা ক্রীড়া সংস্থার বিরুদ্ধে আগেই আদালতের দ্বারস্থ হয়েছেন তনুময়।

Advertisement

নতুন কমিটির বাকি আধিকারিকরা হলেন, কার্যকরী সভাপতি- বিশ্বজিৎ ভাদুড়ি (মুর্শিদাবাদ), সহ সভাপতি- সব‍্যসাচী দত্ত (জলপাইগুড়ি), সৌরভ ভট্টাচার্য (শিলিগুড়ি),মদন মোহন মারিক (দক্ষিণ ২৪ পরগনা), সচিব- দেবব্রত সাহা (মালদা), কোষাধ‍্যক্ষ- পার্থ মুখোপাধ্যায় (পুরুলিয়া) ও আজীবন সদস্য- তারাশঙ্কর বন্দ‍্যোপাধ‍্যায় (বাঁকুড়া)।

নতুন কমিটির সভাপতি সুদীপ আনন্দবাজার অনলাইনকে বললেন, ‘‘পশ্চিমবঙ্গ জেলা ক্রীড়া সংস্থা একটা ঐতিহ্যবাহী সংস্থা। সেই সংস্থার সভাপতি হয়ে ভাল লাগছে। দায়িত্ব আরও বাড়ল। আমি নিয়ম মেনে নিষ্ঠার সঙ্গে সেই দায়িত্ব পালন করার চেষ্টা করব। আমাদের মূল লক্ষ্য থাকবে প্রতিটা জেলায় ক্রীড়ার প্রসার ঘটানো।’’

Advertisement

তনুময়কে কমিটিতে না রাখা নিয়েও মুখ খুললেন সুদীপ। বললেন, ‘‘তনুময়কে সরানো হয়নি। আমাদের গঠনতন্ত্র অনুযায়ী চার বছরের বেশি একই পদে থাকা যায় না। উনি চার বছর সভাপতির পদে থেকেছেন। তাই স্বাভাবিক নিয়মেই ওকে সরে যেতে হয়েছে।’’

পশ্চিমবঙ্গ জেলা ক্রীড়া সংস্থার বিরুদ্ধে আদালতের দ্বারস্থ হয়েছেন তনুময়। তার মধ্যেই নতুন কমিটি গঠন নিয়ে তনুময়ের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বললেন, ‘‘পুরো বিষয়টি বিচারাধীন। তাই এই বিষয়ে আমি কোনও মন্তব্য করব না।’’

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে ফলো করুন আমাদের Google News, Twitter এবং Instagram পেজ

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement