Cricket

এই মুহূর্তে বিশ্বের সেরা দুই বোলার ও ব্যাটসম্যান কারা? ম্যাকগ্রার মুখে দুই ভারতীয়র নাম

ম্যাকগ্রার সেরা চারে নেই কোনও অজি বোলার।

Advertisement

সংবাদ সংস্থা

মুম্বই শেষ আপডেট: ২৯ জানুয়ারি ২০২০ ১৪:৫৫
Share:

এই প্রজন্মের সেরা চার বেছে নিলেন গ্লেন ম্যাকগ্রা।

তাঁকে বল হাতে দৌড়তে দেখলে অনেক ব্যাটসম্যানই কেঁপে যেতেন। সেই গ্লেন ম্যাকগ্রার বিচারে এই প্রজন্মের সেরা দুই বোলার যশপ্রীত বুমরা এবং কাগিসো রাবাডা। আর সেরা দুই ব্যাটসম্যানের মধ্যে রাখছেন স্টিভ স্মিথ ও বিরাট কোহালিকে।

Advertisement

বুমরা এই মুহূর্তে বিশ্বের একনম্বর ওয়ানডে বোলার। শর্ট রান আপে ‘বিষ’ ঢালেন তিনি। ম্যাকগ্রা বলছেন, “অনেক ফাস্ট বোলার লং রান আপে বল করে। বুমরা তা করে না। শর্ট রান আপে বল করলেও ওর বলের গতি দারুণ। নিয়ন্ত্রণও দুর্দান্ত।’’

দক্ষিণ আফ্রিকার পেসার রাবাডারও ভক্ত ম্যাকগ্রা। রাবাডা সম্পর্কে এই অজি বোলার বলছেন, ‘‘দুর্দান্ত বোলার রাবাডা। আমি ব্যক্তিগত ভাবে ওর ভক্ত।’’

Advertisement

ম্যাকগ্রা বুমরা ও রাবাডার কথা বললেও কোনও অজি বোলারের কথা বলেননি। অস্ট্রেলিয়ার প্যাট কামিন্স টেস্টের এক নম্বর বোলার। তবুও প্রাক্তন গ্রেট কিন্তু কামিন্সের কথা বলেননি। কেন তিনি কোনও অজি বোলারের নাম বললেন না? ম্যাকগ্রা বলছেন, “অস্ট্রেলিয়ার বোলারদের আমি তালিকায় রাখিনি। আমি মনে করি, প্রত্যেক অজি বোলারই গ্রেট।’’

আরও পড়ুন: বিজেপি-তে যোগ দিলেন সাইনা নেহওয়াল

কোনও অজি বোলারকে সেরার তালিকায় না রাখলেও সেরা দুই ব্যাটসম্যানের তালিকায় রেখেছেন স্টিভ স্মিথকে। তাঁর ব্যাটিং প্রসঙ্গে ম্যাকগ্রা বলছেন, ‘‘স্মিথের ব্যাটিং স্টাইল একটু অন্য ধরনের। সচরাচর এ রকম ব্যাটিং স্টাইল দেখা যায় না। চোখ ও হাতের সমন্বয় খুব ভাল। টেক্সট বুক ব্যাটসম্যান বলতে যা বোঝায়, স্মিথ সে রকম একেবারেই নয়। তবে যে ভাবে স্মিথ ব্যাট করে, তার প্রশংসা করতেই হবে।” ব্যাটসম্যানের স্মিথের সঙ্গে একই নিঃশ্বাসে কোহালির কথা বলছেন ম্যাকগ্রা। ভারত অধিনায়কের ব্যাটিংয়ের ধরন ব্যাখ্যা করে ম্যাকগ্রা বলছেন, “কোহালি টেকনিক্যালি খুব সঠিক। ক্লাস প্লেয়ার বলতে যা বোঝায়, কোহালি ঠিক তাই। ভারত অধিনায়ক হিসেবে মাঠের ভিতরে খুবই আগ্রাসী ও।’’

আরও পড়ুন: এক ম্যাচে ৪৮ ছক্কা, ৭০ বাউন্ডারি! বাংলাদেশের ঘরোয়া ম্যাচ নিয়ে দানা বাঁধছে সন্দেহ

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement