Chandrayaan 2

ইসরোর প্রচেষ্টাকে সাধুবাদ জানাল ক্রিকেট মহল

দেশের হয়ে এক সময় ব্যাট হাতে বোলারদের ঘুম ছুটিয়ে দিতেন বীরেন্দ্র সহবাগ, তাঁর থেকেই টুইট এল কবিতায়।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

কলকাতা শেষ আপডেট: ০৭ সেপ্টেম্বর ২০১৯ ১৬:০৫
Share:

ইসরো-র পাশে দাঁড়িয়েছে ক্রিকেট জগতও।

শুক্রবার রাতটা প্রায় জেগেই কাটিয়েছে ভারত। গোটা দেশের নজর ছিল চন্দ্রযানের দিকে। কিন্তু বিক্রম ল্যান্ডার চাঁদে নামার ২.১ কিমি দূরে হারিয়ে যায় যোগাযোগ। জল দেখা যায় ইসরো প্রেসিডেন্টের চোখে। তাঁকে স্বান্তনা দেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও। শুধু প্রধানমন্ত্রী নন, ইসরো-র পাশে দাঁড়িয়েছে ক্রিকেট জগতও।

Advertisement

দেশের হয়ে এক সময় ব্যাট হাতে বোলারদের ঘুম ছুটিয়ে দিতেন বীরেন্দ্র সহবাগ, তাঁর থেকেই টুইট এল কবিতায়। সায়রি লিখে ইসরোকে অভিনন্দন জানান তিনি। এই মিশন ৯৫ শতাংশ সাফল্য পেয়েছে বলে দাবি করছেন ইসরোর এক আধিকারিক। পাঁচ শতাংশ ব্যর্থতাকে বড় করে দেখতে রাজি নন দেশের মানুষ। টুইট করে সহবাগের ওপেনিং পার্টনার গৌতম গম্ভীর মনে করিয়ে দিয়েছেন, ‘ব্যর্থতা না থাকলে শেখা যায় না। আমরা আবার ফিরে আসব। ইসরোকে স্যালুট সমস্ত ভারতবাসীর স্বপ্নকে সত্যি করার দিকে পা বাড়ানোয়।’

টুইট করেন হরভজন সিংহও। তিনিও বলেন, ‘যারা চেষ্টা করে তাদের কখনও হার হয়না। গর্বিত ইসরোর সমস্ত বিজ্ঞানীদের জন্য।’

Advertisement

আরও পড়ুন: ব্যর্থতা এসেছে আগেও, প্রতি বারই ফিনিক্সের মতো জেগে উঠেছে ইসরো

আরও পড়ুন: আর্যভট্ট দিয়ে শুরু! ইসরোর সাফল্যের তুলনা বিশ্বে কিন্তু হাতেগোনা​

ঋষভ পন্থ, শিখর ধওয়নরাও তাঁদের শুভেচ্ছা বার্তা টুইট করেন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement