ওয়ানডেতে ভারতীয় দলে রোহিতের জায়গা পাকা হলেও টেস্টে জায়গা হচ্ছে না ‘হিটম্যান’-এর। ছবি: রয়টার্স।
বিশ্বকাপে স্বপ্নের ফর্মে ছিলেন রোহিত শর্মা। সেই রোহিত ক্যারিবিয়ানদের বিরুদ্ধে টেস্ট দলে এখন জায়গা পাচ্ছেন না। ভারতের প্রাক্তন ক্রিকেটার গৌতম গম্ভীর মনে করছেন, টেস্ট দলে জায়গা পেতে হলে রোহিতকে এখন অপেক্ষায় থাকতে হবে।
ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে অজিঙ্কে রাহানে, হনুমা বিহারী রান পাওয়ায় ‘হিট ম্যান’-এর দলে ফেরা রীতিমতো কঠিন হয়ে পড়ছে। গম্ভীর বলছেন, ‘‘রোহিতকে সুযোগের অপেক্ষায় থাকতে হবে। রাহানে আর বিহারী ভাল খেলছে। ফলে রোহিতকে এখন অপেক্ষা করে থাকতে হবে। সুযোগ এলে তখন পারফর্ম করতে হবে।’’
ক্যারিবিয়ানদের বিরুদ্ধে প্রথম টেস্টের আগে চাপে ছিলেন রাহানে। গত দু’ বছর ধরে সময়টা ভাল যাচ্ছিল না তাঁর।
আরও পড়ুন: অক্ষর পটেলের ঝোড়ো ব্যাটিং ও চহালের জাদুতে দক্ষিণ আফ্রিকা এ দলকে হারাল ভারত এ
টেস্টে সেঞ্চুরি আসছিল না তাঁর ব্যাটে। কিন্তু, অ্যান্টিগায় ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে প্রথম টেস্টে ৮১ এবং ১০২ রানের ইনিংস খেলে পুরনো ছন্দে ফেরেন রাহানে। গম্ভীর বলছেন, ‘‘রাহানের সেঞ্চুরি নিয়ে আমি মোটেও বিস্মিত নই। দলীয় ও ব্যক্তিগত দিক থেকে এই পারফরম্যান্সটার দরকার ছিল। আর সেই পারফরম্যান্স যদি দলের কাজে আসে, তা হলে তার থেকে ভাল আর কিছু হয় না।’’
ওয়ানডে দলে রোহিতের জায়গা পাওয়া নিয়ে কোনও সংশয় নেই। কিন্তু, টেস্টে রাহানে-হনুমা বিহারীরা ভাল খেলায় ‘হিটম্যান’-এর জায়গা হচ্ছে না। মাঠের বাইরে বসে থাকতে হচ্ছে।