Malaika Arora

অর্জুন জানিয়েছেন তিনি ‘সিঙ্গল’! মালাইকাও একাকী? প্রাক্তন প্রেমিককে নিয়ে স্পষ্ট জবাব

এক সাক্ষাৎকারে অর্জুনের ‘সিঙ্গল’ তকমা নিয়ে প্রশ্ন করা হয় মালাইকাকে। মুম্বইয়ে দীপাবলির এক অনুষ্ঠানে অর্জুনকে দেখামাত্র মালাইকার নাম জপ করতে শুরু করেন দর্শক।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

কলকাতা শেষ আপডেট: ২৫ ডিসেম্বর ২০২৪ ১৮:৫৭
Share:

অর্জুনের সঙ্গে সম্পর্ক নিয়ে মুখ খুললেন মালাইকা। ছবি: সংগৃহীত।

চলতি বছরে সম্পর্কে ইতি টেনেছেন তাঁরা। পাঁচ বছর একসঙ্গে ছিলেন মালাইকা অরোরা ও অর্জুন কপূর। বলিউডে তাঁরা ‘পাওয়ার কাপল’ নামেই পরিচিত ছিলেন। কিন্তু হঠাৎই ছন্দপতন সম্পর্কে। তবে বিচ্ছেদের কারণ নিয়ে মুখ খোলেননি মালাইকা বা অর্জুন। যদিও অর্জুন জনসমক্ষেই জানিয়ে দিয়েছেন তিনি এখন ‘সিঙ্গল’। এই বিষয়ে এ বার মুখ খুললেন মালাইকা।

Advertisement

এক সাক্ষাৎকারে অর্জুনের ‘সিঙ্গল’ তকমা নিয়ে প্রশ্ন করা হয় মালাইকাকে। মুম্বইয়ে দীপাবলির এক অনুষ্ঠানে অর্জুনকে দেখামাত্র মালাইকার নাম জপ করতে শুরু করেন দর্শক। সেই সময়েই হেসে অর্জুন উত্তর দিয়েছিলেন, “এখন তো আমি ‘সিঙ্গল’। আপনারা একটু শান্ত হোন।” অন্য দিকে অভিনেত্রী-তথা মডেল স্পষ্ট জানান, তিনি কোনও ভাবেই জনসমক্ষে সম্পর্কের কথা প্রকাশ করবেন না। মালাইকার কথায়, “আমি কখনওই জনসমক্ষে আমার ব্যক্তিগত জীবন নিয়ে কথা বলব না। তাই অর্জুন যা-ই বলে থাকুক, সেটা সম্পূর্ণ ওর ব্যক্তিগত বিষয়।”

২০২৪ বেশ কঠিন ছিল মালাইকার। এক দিকে দীর্ঘ দিনের সম্পর্কে বিচ্ছেদ, আর এক দিকে বাবাকে হারিয়েছেন অভিনেত্রী। তবে অতীতকে পিছনে ফেলে এগিয়ে যেতেই পছন্দ করেন মালাইকা। তাই নতুন বছরে নতুন ছন্দে জীবন শুরু করার ইচ্ছে অভিনেত্রীর। এই বছরে মানসিক অবসাদের কথা প্রকাশ্যে এনেছেন অর্জুন। নিজের অসুস্থতার কথা খোলাখুলি আলোচনা করেছিলেন। তবে চলতি বছরে ফের অভিনয়ে ফিরেছেন অর্জুন। ‘সিংহম আগেন’ ছবিতে খলচরিত্রে তাঁর অভিনয় প্রশংসা কুড়িয়েছে দর্শকমহলে।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement