—ফাইল চিত্র
নাদালের বিরুদ্ধে চতুর্থ সেটে ৬-৫ ব্যবধানে এগিয়ে জোকোভিচ। এই সেট জিততে হলে আরও একটি গেমে জয় প্রয়োজন তাঁর।
চতুর্থ সেটে ধীরে ধীরে ফেরার চেষ্টা করছেন নাদাল। জোকোভিচ এখনও ৫-৪ ব্যবধানে এগিয়ে।
পর পর তিনটি গেম জিতলেন জোকোভিচ। নাদালের বিরুদ্ধে চতুর্থ সেটে ৫-২ এগিয়ে তিনি।
তৃতীয় সেটে জোকোভিচকে ৬-২ ব্যবধানে হারিয়ে দিলেন নাদাল। দ্বিতীয় সেটে জয়ের পর অনেকেই ভেবেছিলেন লড়াইয়ে ফিরবেন জোকোভিচ। কিন্তু তৃতীয় সেটে নাদালের বিরুদ্ধে তেমন প্রতিরোধ দেখা গেল না। ৪১ মিনিটে সেট জিতলেন নাদাল।
জোকোভিচ বিশ্বের এক নম্বর টেনিস তারকা। রাতে সুরকির কোর্টে খেললে নাদাল বিপদে পড়বেন। নাদালের চোট রয়েছে। জোকোভিচ অনেক বেশি ফিট। এমন নানা মত শোনা গিয়েছিল ম্যাচ শুরুর আগে। কিন্তু লাল সুরকির কোর্টে নাদাল কতটা ভয়ঙ্কর হতে পারেন, সেটাই দেখাচ্ছেন প্রতি সেটে। প্রথম সেট থেকেই এগিয়ে ছিলেন নাদাল। দ্বিতীয় সেটে যদিও ম্যাচে ফেরেন জোকোভিচ। তৃতীয় সেটে ফের নাদাল এগিয়ে যান ৪-১ ব্যবধানে।
কখনও ডাবল্ ফল্ট, কখনও নেটে শট, বার বার পয়েন্ট হারাচ্ছেন নাদাল। তবুও তৃতীয় সেটে ৩-১ ব্যবধানে এগিয়ে স্প্যানিশ তারকা।
প্রথম সেট জিততে নাদাল সময় নিয়েছিলেন ৫২ মিনিট। দ্বিতীয় লম্বা লড়াই চলল। ৮৮ মিনিট শেষে জোকোভিচ সেটটি জিতেনিলেন।
দ্বিতীয় সেটে নাদাল এগিয়েছিলেন ৩-০ ব্যবধানে। সেখান থেকে সমতা ফেরালেন জোকোভিচ। দ্বিতীয় সেটের ফল ৩-৩।
দ্বিতীয় সেটে ১-৩ ব্যবধানে পিছিয়ে থাকলেও জোকোভিচের মুখে হাসি। রক্তের স্বাদ পেলেন? চিন্তিত মুখ নাদালের।
নাদাল দ্বিতীয় সেটে এগিয়ে গেলেন ৩-০ ব্যবধানে। প্রথম সেট জিতেছেন ৬-২ ব্যবধানে।
এই ম্যাচের আগে নাদাল এবং জোকোভিচ ৫৮ বার মুখোমুখি হয়েছেন। এর মধ্যে প্রথম সেটজয়ী জিতেছে ৫০ বার। ফরাসি ওপেনে ন’বারের মধ্যে সাত বার জিতেছেন প্রথম সেটজয়ী।
প্রথম সেটে দাপটের সঙ্গে জয়ের পর, দ্বিতীয় সেটেও ২-০ ব্যবধানে এগিয়ে গেলেন নাদাল। স্প্যানিশ তারকার সামনে দাঁড়াতেই পারছেন না জোকোভিচ।
ফরাসি ওপেনের কোয়ার্টার ফাইনালে প্রথম সেট জিতে শুরু করলেন নাদাল। জোকোভিচকে হারালেন ৬-২ ব্যবধানে। যে নাদালকে চোটের কারণে খাতায় কলমে পিছিয়ে রেখেছিলেন বিশেষজ্ঞরা, সেই স্প্যানিশ তারকা প্রথম সেট জিতে নিলেন। নাদাল নিজের সেরাটা দিচ্ছেন শুরু থেকে। জোকোভিচকে কোর্টের এ প্রান্ত থেকে অন্য প্রান্তে দৌড় করাচ্ছেন বার বার।
একটি গেম জিতলেন জোকোভিচ। নাদালকে প্রায় দাঁড়াতেই দিলেন না এই গেমে। নাদাল এগিয়ে ৫-২ ব্যবধানে।
একের পর এক গেম জিতে জোকোভিচকে পিছনে ফেলছেন নাদাল। স্প্যানিশ তারকার মুখে যদিও এখনও কোনও হাসি নেই। তিনি জানেন যে কোনও ফাঁক পেলেই ম্যাচে ফিরে আসতে পারেন জোকোভিচ। একটুও জমি ছাড়তে রাজি নন নাদাল।
প্রথম সেটে ৪-১ ব্যবধানে এগিয় নাদাল। চোট, রাতে ম্যাচ, এমন নানা কারণে নাদালকে পিছিয়ে রেখেছেন টেনিস বিশেষজ্ঞরা। প্রথম সেটে যদিও এগিয়ে স্প্যানিশ তারকা। যদিও প্রথম থেকেই নাদাল নিজের সবটুকু দিয়ে লড়ছেন বলে মনে করছেন ধারাভাষ্যকাররা।
নিজে কোর্টের মাঝ খানে থেকে জোকোভিচকে দৌড় করাচ্ছেন নাদাল। জোকোভিচ চেষ্টা করছেন নাদালকে নেটের কাছে টেনে আনতে। শেষ পর্যন্ত এই গেমে শেষ হাসি হাসলেন নাদালই।
প্রতিরোধ গড়ে তুললেন জোকোভিচ। প্রথম সেটে প্রথম গেম জিতলেন তিনি। নাদাল এগিয়ে ২-১ ব্যবধানে।