দুই গোলদাতা আঁতোয়া গ্রিজম্যান ও কিলিয়ান এমাপে, ছবি: এএফপি
আঁতোয়া গ্রিজ়ম্যান-কিলিয়ান এমবাপে যুগলবন্দিতে ক্রোয়েশিয়াকে হারাল ফ্রান্স। বুধবার রাতে উয়েফা নেশনস লিগে ঘরের মাঠে আট মিনিটেই বার্সেলোনা স্ট্রাইকারের গোলে পিছিয়ে পড়েন লুকা মদ্রিচেরা। ৬৪ মিনিটে সমতা ফেরান ক্রোয়েশিয়ার ইয়োসিপ ব্রেখাও। ৭৯ মিনিটে ফ্রান্সের হয়ে জয়সূচক গোল করেন এমবাপে।
ইংল্যান্ডের হার: ঘরের মাঠে ডেনমার্কের বিরুদ্ধে হেরে গেলেন হ্যারি কেন-রা। ৩১ মিনিটে দ্বিতীয় লাল কার্ড (দ্বিতীয় হলুদ) দেখেন ইংল্যান্ডের হ্যারি ম্যাগুয়ের। ৩৫ মিনিটে পেনাল্টি থেকে গোল করে ডেনমার্ককে এগিয়ে দেন ক্রিস্টিয়ান এরিকসেন। সংযুক্ত সময়ে ইংল্যান্ডের রিস জেমস-ও লাল কার্ড দেখেন।
ছন্দে পর্তুগাল: ক্রিশ্চিয়ানো রোনাল্ডোকে ছাড়াই সুইডেনকে চূর্ণ করল পর্তুগাল। ২১ মিনিটে প্রথম গোল করেন বের্নার্দো সিলভা। ৪৪ ও ৭২ মিনিটে গোল করেন দিয়গো জোতা।
দুরন্ত লেয়নডস্কি: বসনিয়া ও হারজ়েগোভিনাকে ৩-০ হারাল পোলান্ড। ১৪ মিনিটে বসনিয়ার আনেল আহমেদোদজ়িচ লাল কার্ড দেখেন। ৪০ মিনিটে প্রথম গোল করেন রবার্ট লেয়নডস্কি। ৪৫ মিনিটে ২-০ করেন কার্লো লিনেট্টি। ৫১ মিনিটে ফের গোল করেন লেয়নডস্কি।
ইটালির ড্র: নেদারল্যান্ডসের বিরুদ্ধে ১৬ মিনিটে লোরেনজ়ো পেলেগ্রিনির গোলে এগিয়ে গিয়েও জয় অধরা ইটালির। ৫২ মিনিটে ১-১ করেন ডনি ভান ডে বিক।
নায়ক লুকাকু: আইসল্যান্ডকে ২-১ হারাল বেলজিয়াম। জোড়া গোল করে নায়ক রোমেলু লুকাকু। আইসল্যান্ডের একমাত্র গোল বির্কির সেভারসনের।