লর্ডসে কি এবার দেখা যাবে আইপিএল-এর ম্যাচ? ফাইল ছবি
ভারতে করোনা অতিমারির কারণে বন্ধ হয়ে গিয়েছে আইপিএল। কিন্তু উৎসাহের অন্ত নেই ইংল্যান্ডে। সে দেশের একাধিক কাউন্টি ক্লাব আইপিএল-এর ম্যাচ আয়োজন করতে রাজি। এ বছরের সেপ্টেম্বরে আইপিএল আয়োজন করতে চায় তারা।
এমসিসি, সারে, ওয়ারউইকশায়ার এবং ল্যাঙ্কাশায়ার — এই চার কাউন্টি দল নিজেদের মাঠে আইপিএল-এর ম্যাচ আয়োজন করতে রাজি হয়েছে। এদের ঘরের মাঠ হল যথাক্রমে লর্ডস, কিয়া ওভাল, এজবাস্টন এবং ওল্ড ট্র্যাফোর্ড। প্রতিটি কাউন্টির তরফেই ইংল্যান্ড ক্রিকেট বোর্ডকে চিঠি পাঠিয়ে অনুরোধ করা হয়েছে বিসিসিআই-এর সঙ্গে কথা বলার জন্য।
কাউন্টিগুলির তরফে জানানো হয়েছে, টি২০ বিশ্বকাপের আগে এই প্রতিযোগিতা ইংল্যান্ডে করা হলে ক্রিকেটারদের আত্মবিশ্বাস বেড়ে যাবে। তবে এর পিছনে প্রচ্ছন্ন ভাবে জড়িয়ে রয়েছে বাণিজ্যিক ভাবনাও। আইপিএল-এর জনপ্রিয়তাকে কাজে লাগিয়ে ইংল্যান্ডের বাজার ধরতেও আগ্রহী কিছু সংস্থা। এমনকি বলা হয়েছে, ভরা স্টেডিয়ামে খেলা হতে পারে।
তবে পরিস্থিতি মোটেও সুবিধাজনক নয়। একাধিক সূত্রের দাবি, অতিমারি কোনদিকে মোড় নেবে সে সম্পর্কে কেউ জানেন না। তাই এত আগে আয়োজনের কথা বলা যুক্তিযুক্ত নয়।