Veda Krishnamurthy

২ সপ্তাহের মধ্যে করোনার জন্য মা ও বোনকে হারালেন ভারতীয় দলের এই ক্রিকেটার

ভারতের হয়ে ৪৮টি একদিনের ম্যাচ এবং ৭৬টি টি২০ ম্যাচ খেলেছেন ২৮ বছরের কৃষ্ণমূর্তি।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ০৬ মে ২০২১ ১৮:০২
Share:

মায়ের সঙ্গে কৃষ্ণমূর্তি। —ফাইল চিত্র

২ সপ্তাহ আগে মাকে হারিয়েছিলেন। বৃহস্পতিবার বোনকে হারালেন বেদা কৃষ্ণমূর্তি। ভারতীয় মহিলা দলের এই ক্রিকেটার ২ সপ্তাহের মধ্যে পরিবারের দুই প্রিয় মানুষকে হারালেন করোনার কারণে।

Advertisement

কৃষ্ণমূর্তির বোন এপ্রিল মাসে করোনা আক্রান্ত হয়েছিলেন। বৃহস্পতিবার মারা যান তিনি। মায়ের মৃত্যুর পর ভারতীয় মহিলা দলের এই ব্যাটসম্যান টুইট করে লেখেন, ‘মায়ের মৃত্যুর পর একাধিক মানুষের বার্তা পেয়েছি। মাকে ছাড়া এই সংসার শূন্য। বোনের জন্য এখন প্রার্থনা করছি। আমার করোনা পরীক্ষার ফল নেগেটিভ এসেছে। আমার মতো অবস্থায় যাঁরা রয়েছেন তাঁদের জন্য প্রার্থনা জানাই’।

ভারতের হয়ে ৪৮টি একদিনের ম্যাচ এবং ৭৬টি টি২০ ম্যাচ খেলেছেন ২৮ বছরের কৃষ্ণমূর্তি। ২০১১ সালে ইংল্যান্ডের বিরুদ্ধে অভিষেক ঘটে তাঁর। একদিনের ক্রিকেটে শেষ ম্যাচ খেলেছেন ২০১৮ সালে। সেটিও ইংল্যান্ডের বিরুদ্ধেই খেলেছেন। টি২০ ক্রিকেটে শেষ ম্যাচ খেলেছেন ২০২০ সালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement