রোহিত শর্মা। ফাইল ছবি
আইপিএল অবশেষে ভাঙা হাটে রূপান্তরিত হচ্ছে। বিভিন্ন দলের বিদেশি ক্রিকেটাররা যে যাঁর দেশে ফিরতে শুরু করেছেন। অনেকে নিরাপদে ফিরেও গিয়েছেন। দেশি ক্রিকেটাররাও যে যাঁর শহরে ফিরেছেন।
মুম্বই ইন্ডিয়ান্সের ক্রিকেটাররাও তার ব্যতিক্রম নয়। দলের বেশিরভাগ ক্রিকেটারই ফিরে গিয়েছেন। নিজে বাড়ি ফেরার আগে বার্তা দিয়ে গেলেন রোহিত শর্মা। পাঁচ বারের আইপিএল জয়ী অধিনায়ক মনে করছেন, এ বারের প্রতিযোগিতা বাতিল হয়ে সব থেকে ভাল হয়েছে।
টুইটারে এক ভিডিয়ো-বার্তায় প্রত্যেককে নিরাপদে থাকা এবং নিয়ম মেনে চলার অনুরোধ করেছেন রোহিত। পাশাপাশি বলেছেন, “দুর্ভাগ্যজনক যে এ ভাবে মাঝপথেই প্রতিযোগিতা বন্ধ হয়ে গেল। কিন্তু দেশে এই মুহূর্তে যে পরিস্থিতি চলছে তাতে এটাই সব থেকে ভাল সিদ্ধান্ত। এখন একে অপরের খেয়াল রাখা সব থেকে বেশি করে দরকার। তাই সকলকে নিয়ম মেনে চলতে হবে এবং শৃঙ্খলা বজায় রাখতে হবে।”
চার দলে মোট ছ’জনের কোভিড ধরা পড়ায় বাতিল করে দিতে হয়েছে আইপিএল। কবে এবং কোথায় বাকি ম্যাচ হবে সেই সিদ্ধান্ত এখনও হয়নি।