পাকিস্তানের হয়ে ২০০১ সালে অভিষেক ঘটেছিল তৌফিক উমরের। ছবি: এএফপি।
পাকিস্তানের প্রাক্তন ওপেনার তৌফিক উমর করোনাভাইরাসে আক্রান্ত। জ্বর থাকায় শনিবার তিনি পরীক্ষা করিয়েছিলেন। তাতেই জানা যায় যে তাঁর করোনা হয়েছে।
জিও নিউজকে ৩৮ বছর বয়সি তৌফিক উমর বলেছেন, “অসুস্থ হয়ে পড়ায় গত রাতে নিজেই টেস্ট করিয়েছিলাম। পরীক্ষার ফল পজিটিভ এসেছে। তবে আমার উপসর্গগুলো মারাত্মক কিছু নয়। বাড়িতেই নিজেকে বাকিদের থেকে আলাদা করে নিয়ে থাকছি। প্রত্যেকের কাছে আবেদন, সবাই যেন আমার দ্রুত সুস্থতার জন্য প্রার্থনা করেন।”
আরও পড়ুন: ‘শাহরুখ খানের এনার্জি চমকে দেওয়ার মতো’
আরও পড়ুন: ‘টি-টোয়েন্টিতে জাতীয় দলের নেতৃত্ব দেওয়া হোক রোহিতকে’
অনেক ফুটবলার করোনায় আক্রান্ত হলেও এর আগে কোনও হাই-প্রোফাইল ক্রিকেটারের করোনা হয়নি। তৌফিক উমরের ২০০১ সালে পাকিস্তানের হয়ে অভিষেক ঘটেছিল। ১৩ বছরের কেরিয়ারে তিনি ৪৪ টেস্ট ও ২২ একদিনের ম্যাচ খেলেছিলেন। টেস্টে ৩৭.৯৮ গড়ে তাঁর ব্যাটে এসেছে ২৯৬৩ রান। একদিনের ক্রিকেটে তাঁর রান অবশ্য মাত্র ৫০৪।