ক্রিকেট ছাড়ার পর ম্যাচ রেফারি হয়েছিলেন প্রশান্ত। ফাইল ছবি
ওড়িশা ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক প্রশান্ত মহাপাত্র করোনায় প্রয়াত হলেন। বুধবার সকাল ৮টা নাগাদ ভুবনেশ্বরের এমস হাসপাতালে তাঁর প্রয়াণ হয়। ১০ দিন আগেই তাঁর বাবা তথা রাজ্যসভার সাংসদ এবং পদ্মবিভূষণ পুরস্কারপ্রাপ্ত রঘুনাথে মহাপাত্রের করোনায় মৃত্যু হয়েছে।
গত কয়েকদিন ধরেই এমসে ভর্তি ছিলেন প্রশান্ত। পরিস্থিতি খারাপ হওয়ায় তাঁকে ভেন্টিলেশনে দেওয়া হয়। প্রতিনিয়ত তাঁর পরিস্থিতি পরীক্ষা করছিলেন ডাক্তাররা। কিন্তু তাঁদের সমস্ত প্রচেষ্টা ব্যর্থ করে শেষ নিশ্বাস ত্যাগ করেন প্রশান্ত। তাঁর ভাই যশোবন্তও একই হাসপাতালে করোনা-আক্রান্ত হয়ে ভর্তি।
স্থানীয় ক্রিকেটে ‘মুন্না’ নামে পরিচিত ছিলেন প্রশান্ত। অনূর্ধ্ব-১৯ দলের হয়ে রাজ্য ক্রিকেটে খেলা শুরু। ১৯৯০-এ বিহারের বিরুদ্ধে রঞ্জি ট্রফিতে অভিষেক। দলীপ এবং দেওধর ট্রফিতে পূর্বাঞ্চলের হয়ে খেলেছেন। ৪৫টি প্রথম শ্রেণির ম্যাচে ২,১৯৬ রান করেছেন। অবসরের পর বোর্ড তাঁকে ম্যাচ রেফারির পদে নিযুক্ত করেছিল।