ফাইল চিত্র।
অধিনায়ক মিতালি রাজ কড়া বার্তা দিতে চাইলেও স্মৃতি মন্ধানার পাশে দাঁড়ালেন ব্যাটিং কোচ শিবসুন্দর দাস। ভারতীয় মহিলা দল অস্ট্রেলিয়ার কাছে প্রথম ম্যাচে নয় উইকেটে উড়ে গিয়েছে। দ্বিতীয় ম্যাচ আজ, শুক্রবার। তার আগে সৌরভ গঙ্গোপাধ্যায় জমানার টেস্ট ওপেনার শিবসুন্দর বলেছেন, ‘‘স্মৃতি বিশ্বমানের ব্যাটার। ওর সঙ্গে বিস্তারিত আলোচনা হয়েছে। ওর প্রতি পূর্ণ আস্থা রয়েছে যে, দ্রুতই রানে ফিরবে।’’
প্রথম ম্যাচে ১৬ রান করেন স্মৃতি। গত ন’টি ইনিংসে মাত্র এক বার হাফ সেঞ্চুরি করেছেন তিনি। অধিনায়ক মিতালি বেশ কড়া ভাবেই প্রথম ম্যাচের শেষে বলেন, ‘‘স্মৃতি অনেক দিন ধরে খেলছে। ওর কাছ থেকে এ বার বড় রান আশা করব।’’ ভারতীয় দল মন্থর গতিতে রান তুলছে বলে কথা উঠেছে। পুরনো দিনের ওয়ান ডে ক্রিকেট খেলছে তারা। প্রথম ম্যাচে তারা ২২৫-৮ তোলে, যা ৪১ ওভারে মাত্র এক উইকেট হারিয়েই তুলে দেয় অস্ট্রেলিয়া। মিতালি নানা ব্যক্তিগত রেকর্ড-সহ ১০৭ বলে ৬৩ রান করলেও রানের গতি বাড়াতে না পারা নিয়েও চর্চা চলছে।
মিতালি বলেছিলেন, ভয়ডরহীন ক্রিকেটের চেয়ে জুটি গড়ার দিকে মন দেওয়াই তাঁর বেশি পছন্দ। ব্যাটিং কোচ শিবসুন্দর কিন্তু এ দিন বলে গেলেন, দ্বিতীয় ম্যাচে তাঁরা ওভার প্রতি ছয় রানের লক্ষ্য রেখে এগোতে চান। ‘‘উপরের দিকে শেফালি ও স্মৃতি রয়েছে। ওরা ভাল শুরু দিতে পারলে মাঝের ওভারে রান বাড়িয়ে নেওয়া সম্ভব,’’ বললেন তিনি। ভারতীয় দলের জন্য দুঃসংবাদ, আক্রমণাত্মক ব্যাটার এবং টি-টোয়েন্টি দলের অধিনায়ক হরমনপ্রীত কৌর এখনও ফিট নন। দ্বিতীয় ম্যাচেও খেলতে পারবেন না।