ভাস্কর গঙ্গোপাধ্যায় ফাইল চিত্র
সুস্থ হয়ে হাসপাতাল থেকে বাড়ি ফিরলেন ভারতের প্রাক্তন গোলরক্ষক ভাস্কর গঙ্গোপাধ্যায়। রবিবার সকালে তাঁকে নিয়ে আসা হয় বাড়িতে। এখন অনেকটাই সুস্থ রয়েছেন তিনি।
গত সোমবার জ্বর আসে তাঁর। এরপর শরীরে অক্সিজেনের মাত্রাও কমতে থাকায় হাসপাতালে ভর্তি হতে হয়েছিল প্রাক্তন গোলরক্ষককে। তবে তাঁর করোনা রিপোর্ট নেগেটিভ আসে। সোমবার আইসিইউতে থাকলেও মঙ্গলবার কিছুটা সুস্থ হওয়ায় তাঁকে হৃদরোগ বিভাগে স্থানান্তরিত করা হয়।
পার্কিনসন্স ডিজিজ থাকায় তাঁকে নিয়ে চিন্তায় ছিলেন তাঁর ঘনিষ্ঠ বন্ধু ও প্রাক্তন ফুটবলার মিহির বসু। রবিবার বন্ধুকে সুস্থ করে বাড়ি নিয়ে আসতে পেরে অনেকটাই নিশ্চিন্ত মিহির। তিনি বলেন, ‘‘আজই বাড়ি এল ভাস্কর। এখন সব ঠিক আছে। ডাক্তারবাবুরা যা যা বলেছেন সেটা মেনে চলতে হবে। আর কিছুদিন অবশ্যই বিশ্রাম নিতে হবে ওকে।’’
ভাস্কর গঙ্গোপাধ্যায় ফাইল চিত্র