Cricket

বাগ্‌যুদ্ধ প্রাক্তনদের, তৈরি লাবুশেনরাও

ঘটনার নেপথ্যে গোলাপি বলে অস্ট্রেলিয়া ‍‘এ’ দলের বিরুদ্ধে দ্বিতীয় প্রস্তুতি ম্যাচের প্রথম ইনিংসে ভারতীয় ব্যাটসম্যানেদের পারফরম্যান্স।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

কলকাতা শেষ আপডেট: ১৩ ডিসেম্বর ২০২০ ০৬:০৫
Share:

প্রস্তুতি: ব্যাটিং অনুশীলনে মগ্ন লাবুশেন। শনিবার। গেটি ইমেজেস

ভারত বনাম অস্ট্রেলিয়া টেস্ট সিরিজ শুরুর আগেই বাগ্‌যুদ্ধ শুরু হয়ে গেল দু’দেশের প্রাক্তনদের।

Advertisement

প্রাক্তন অস্ট্রেলীয় চায়নাম্যান বোলার ব্র্যাড হগ রসিকতা করে টুইট করেছিলেন, ভারতীয় দলের উপরের সারির ব্যাটসম্যানেদের ছন্দ নিয়ে। যার জবাব দিয়েছেন, প্রাক্তন ভারতীয় ব্যাটসম্যান ওয়াসিম জ়াফর।

ঘটনার নেপথ্যে গোলাপি বলে অস্ট্রেলিয়া ‍‘এ’ দলের বিরুদ্ধে দ্বিতীয় প্রস্তুতি ম্যাচের প্রথম ইনিংসে ভারতীয় ব্যাটসম্যানেদের পারফরম্যান্স। ম্যাচের দ্বিতীয় ইনিংসে ভারতীয়েরা ভাল ব্যাট করলেও প্রথম ইনিংসে সেই ছন্দ ছিল না। টস জিতে ব্যাট নিয়েছিলেন ভারতীয় দলের নেতৃত্বে থাকা অজিঙ্ক রাহানে। কিন্তু তাঁদের প্রথম ইনিংস শেষ হয় ১৯৪ রানে। বড় রান পেতে ব্যর্থ হন মায়াঙ্ক আগরওয়াল (২), হনুমা বিহারী (১৫) রাহানে (৪), ঋষভ পন্থরা (৫)। যা দেখে ব্র্যাড হগ টুইট করেন, ‍‘‍‘ভারতের উপরের সারির ব্যাটসম্যানদের জানতে হবে ওদের অফস্টাম্প কোথায়, পাশাপাশি নিখুঁত লেংথের বল ছাড়াও শিখুক ওরা। সঙ্গে জানতে হবে, অফস্টাম্পের বাইরের বল তাড়া করতে নেই।’’

Advertisement

যা দেখে জ়াফর আবার ডেভিড ওয়ার্নার, উইল পুকভস্কির চোটের ইঙ্গিত করে লেখেন, ‍‘‍‘অস্ট্রেলিয়াকেও জানতে হবে ওদের উপরের সারির ব্যাটসম্যান কারা।’’

যা বুঝিয়ে দিচ্ছে, ২২ গজে বল গড়ালে দু’দেশের এই টেস্ট সিরিজ নিয়ে উত্তেজনা কোন পর্যায়ে পৌঁছতে পারে! যা মানছেন অস্ট্রেলীয় পেসার প্যাট কামিন্সও। তাঁর কথায়, ‍‘‍‘যদি দেখি দু’দলের ক্রিকেটারেরা বেশি উত্তপ্ত হয়ে পড়ছে, তা হলে অবাক হব না। কারণ, এটা একটা আগুনে টেস্ট সিরিজ হতে চলেছে।’’ যোগ করেছেন, ‍‘‍‘প্রবল প্রতিদ্বন্দ্বিতা অপেক্ষা করছে। দু’দলে বন্ধুর সংখ্যা বেশি থাকলেও ব্যাট-বলের দ্বৈরথ জমবে। কঠিন লড়াই হবে মাঠে।’’

চোটের জন্য ওয়ার্নার, পুকভস্কি প্রথম টেস্ট থেকে ছিটকে যাওয়ায়, ওই টেস্টে ওপেন করতে পারেন মার্নাস লাবুশেন যদিও তিনি নিজে সাংবাদিক বৈঠকে বলেছেন, ‍‘‍‘এ ব্যাপারে কোনও কথা হয়নি দলে। আমি তিন নম্বরে ব্যাটিং করার জন্য প্রস্তুতি নিচ্ছি। তবে এক থেকে তিন নম্বর যে কোনও জায়গাতেই ব্যাট করতে অসুবিধা নেই।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement