Yashpal Sharma

Yashpal Sharma Death: ক্রিকেটে প্রথম বিশ্বজয়ী ভারতীয় দলের অন্যতম সৈনিক যশের ইনিংস থেমে গেল ৬৬ বছরে

মঙ্গলবার ভোরে হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত হন তিনি। ভারতের হয়ে ৩৭টি টেস্ট খেলেছেন এই মিডল অর্ডার ব্যাটসম্যান।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ১৩ জুলাই ২০২১ ১১:১৪
Share:

যশপাল শর্মা ফাইল চিত্র

প্রয়াত হলেন ১৯৮৩-র বিশ্বকাপ জয়ী দলের সদস্য যশপাল শর্মা। মঙ্গলবার ভোরে হৃদরোগে আক্রান্ত হয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বয়স হয়েছিল মাত্র ৬৬ বছর।

Advertisement

ভারতের হয়ে ৩৭টি টেস্ট খেলেছেন এই মিডল অর্ডার ব্যাটসম্যান। ১৯৭৯ সালে ইংল্যান্ডের বিরুদ্ধে অভিষেক হয় তাঁর।

আন্তর্জাতিক ক্রিকেটে দুটি শতরান-সহ ১৬০৬ রান করেছেন তিনি। ন’টি অর্ধশত রান রয়েছে যশপালের। একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক পাকিস্তানের বিরুদ্ধে, ১৯৭৮ সালে। এই ফর্ম্যাটে ৮৮৩ রান করেছেন যশপাল।

Advertisement

১৯৮৩-র বিশ্বকাপে ইংল্যান্ডের বিরুদ্ধে সেমিফাইনালে ১১৫ বলে ৬১ রানের দারুণ ইনিংস খেলেন তিনি। এর পাশাপাশি অ্যালান ল্যাম্বকে রান আউটও করেন।

রঞ্জি ট্রফিতে পঞ্জাব, হরিয়ানা ও রেলওয়েজের হয়ে ১৬০টি ম্যাচ খেলেছেন যশপাল। খেলা ছাড়ার পর বিসিসিআই-এর বিভিন্ন পদে ছিলেন তিনি।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement