কপিল দেব। —ফাইল চিত্র।
এক জন বিশ্বকাপ জিতেছিলেন ১৯৮৩ সালে। অন্য জন ১৯৯৬ সালে। সেটাই ছিল দুই দেশের প্রথম বিশ্বকাপ জয়। আর সেই দুই দলের অধিনায়ক ছিলেন কপিল দেব এবং অর্জুন রণতুঙ্গা। সম্প্রতি তাঁরা দু’জন একসঙ্গে ছবি তুলেছেন। সেখানে রণতুঙ্গাকে চেনাই যাচ্ছে না।
কপিলকে নীল রঙের পঞ্জাবি পরে দেখা যাচ্ছে। রণতুঙ্গা পরে আছেন ছাই রঙের টি-শার্ট। দু’বছর আগেও রণতুঙ্গার স্বাস্থ্য যথেষ্ট ভাল ছিল। কিন্তু এই ছবিতে রণতুঙ্গা অনেকটাই রোগা হয়ে গিয়েছেন। তাঁর রোগা হওয়ার কারণ স্পষ্ট নয়। অনেকের মতে, রণতুঙ্গাকে চেনা খুবই কষ্টকর।
শ্রীলঙ্কার বিরুদ্ধে খেলতে সে দেশে যাবে ভারত। তিনটি টি-টোয়েন্টি এবং তিনটি এক দিনের ম্যাচ খেলবে তারা। ২৭ জুলাই থেকে শুরু হবে সেই সফর। ২৬ জুলাই থেকে শুরু হওয়ার কথা থাকলেও তা এক দিন পিছিয়ে দেওয়া হয়েছে। ২৭, ২৮ এবং ৩০ জুলাই হবে টি-টোয়েন্টি ম্যাচগুলি।
শ্রীলঙ্কা সফর দিয়েই শুরু হবে কোচ গৌতম গম্ভীরের কাজ। রোহিত শর্মা, বিরাট কোহলি, রবীন্দ্র জাডেজা টি-টোয়েন্টি দল থেকে অবসর নেওয়ায় নতুন করে দলগঠন করতে হবে। সেই দিকেও নজর থাকবে ভারতীয় ক্রিকেটপ্রেমীদের।