আইএসএল ট্রফি। —ফাইল চিত্র
জমে উঠেছে আইএসএল। শুরুতে মোহনবাগান ও মুম্বই সিটি এফসি দাপট দেখালেও ধীরে ধীরে লড়াইয়ে উঠে এসেছে কেরল ব্লাস্টার্স, এফসি গোয়ার মতো দল। মোহনবাগান ও ইস্টবেঙ্গল বাদে প্রায় বেশির ভাগ দলের ১২টি করে ম্যাচ খেলা হয়েছে গিয়েছে। এই পরিস্থিতিতে খুলে গিয়েছে ট্রান্সফার উইন্ডো। এই সুযোগে প্রতিটি দল নিজেদের ফাঁক ভরাট করার কাজে নেমেছে।
আইএসএলের ওয়েবসাইট জানিয়েছে, ১২টি দলের মধ্যে ১০টি দল নিজেদের ফুটবলারদের তালিকা জানিয়েছে। তার মধ্যে কোনও ক্লাব প্লেয়ার ছেড়েছে বা নিয়েছে। আবার কোনও ক্লাব দুটো কাজই করেছে। মোহনবাগান এখনও কোনও ফুটবলারের তালিকা জানায়নি। অর্থাৎ, কোনও ফুটবলার বদল করছে না তারা। অন্য দিকে ইস্টবেঙ্গল কোনও ফুটবলার না নিলেও ফুটবলার ছেড়ে দিচ্ছে।
লোনে ফুটবলার মোবাশির রহমানকে চেন্নাইয়িন এফসি-তে পাঠাচ্ছে ইস্টবেঙ্গল। বদলে কোনও ফুটবলার নিচ্ছে না তারা। এর আগে ভিপি সুহেরকেও হায়দরাবাদ এফসিতে পাঠিয়ে দিয়েছে লাল-হলুদ। সুপার কাপ চলাকালীন জর্ডনের ফুটবলার হিজাজি মাহেরকে নিয়েছে তারা। এই মুহূর্তে কোনও বদলের ভাবনা নেই কোচ কার্লেস কুয়াদ্রাতের। সেই কারণেই কোনও ফুটবলার বদল করেননি তিনি।
অন্য দিকে আইএসএল শুরুর আগেই নিজেদের দল গুছিয়ে নিয়েছিল মোহনবাগান। দেশীয় থেকে শুরু করে বিদেশি, সব জায়গায় ফুটবলার বেছে নিয়েছিলেন কোচ জুয়ান ফেরান্দো। আইএসএলে শুরুটা ভাল করলেও পর পর কয়েকটি ম্যাচ হারায় কোচের পদ থেকে সরেছেন ফেরান্দো। বদলে দায়িত্ব নিয়েছে আন্তোনিয়ো লোপেজ় হাবাস। যদিও কোনও ফুটবলার বদল করেনি তারা।