Mohun Bagan

ইরানের ভিসা নিয়ে সমস্যায় মোহনবাগানের বিদেশিরা

শুধুমাত্র দিমিত্রি পেত্রাতস, জেসন কামিংস, জেমি ম্যাকলারেনই নন, কোচ মলিনাও হয়তো যেতে পারবেন না। কেন এই অসুবিধা? ইরান বা ইরাকে যেতে হলে বিদেশিদের তাদের নিজেদের দেশের অনুমতি লাগে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২২ সেপ্টেম্বর ২০২৪ ১০:৪১
Share:

হোসে মলিনা। ছবি: সংগৃহীত।

এএফসি চ্যাম্পিয়ন্স লিগ-২ এর প্রথম ম্যাচে এফসি রাভশনের বিরুদ্ধে হতাশ করেছে মোহনবাগান সুপার জায়ান্ট। আগামী ২ অক্টোবর দ্বিতীয় ম্যাচে সবুজ-মেরুনের প্রতিপক্ষ ইরানের ট্র্যাক্টর এফসি। শুধুমাত্র মাঠের মধ্যেই নয়, এ বার মাঠের বাইরেও সমস্যায় মোহনবাগান। ভিসা সমস্যায় হয়তো বিদেশিদের ছাড়াই দল সাজাতে হতে পারে কোচ হোসে মলিনাকে।

Advertisement

শুধুমাত্র দিমিত্রি পেত্রাতস, জেসন কামিংস, জেমি ম্যাকলারেনই নন, কোচ মলিনাও হয়তো যেতে পারবেন না। কেন এই অসুবিধা? ইরান বা ইরাকে যেতে হলে বিদেশিদের তাদের নিজেদের দেশের অনুমতি লাগে। তা ছাড়াও পাসপোর্টের উপরে অভিবাসন দপ্তর যে সিলমোহর দেয়, তা পরবর্তী সময়ে বিশ্বের অন্য দেশে প্রবেশের পথে বাধা হয়ে দাঁড়ায়।

ফলে মোহনবাগানের দাবি, হয়তো বিদেশিদের ছাড়াই ট্র্যাক্টরের বিরুদ্ধে নামতে হতে পারে সবুজ-মেরুন শিবিরকে। এ দিকে, রবিবারই রাতে শহরে চলে আসছেন পর্তুগালের ডিফেন্ডার নুনো রেইস।

Advertisement
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement