চাপে এসসি ইস্টবেঙ্গল কোচ দিয়াসও। —ফাইল চিত্র
পালতোলা নৌকার গায়ে যে ঝোড়ো হাওয়া লেগেছে, তার কিছুটা এ বার লাগল মশালেও। শনিবার এটিকে মোহনবাগানের দায়িত্ব ছেড়ে দিয়েছেন আন্তোনিয়ো লোপেস হাবাস। আইএসএল-এ খুব ভাল ছন্দে নেই এসসি ইস্টবেঙ্গলও। চাপ বাড়ছে তাদের স্প্যানিশ কোচ ম্যানুয়েল দিয়াসের উপরও।
ইস্টবেঙ্গলের কোচ সম্পর্কে জানতে আনন্দবাজার অনলাইনের পক্ষ থেকে যোগাযোগ করা হয় শ্রীসিমেন্টের কর্ণধার হরিমোহন বাঙুরের সঙ্গে। তিনি বলেন, “আমি এই বিষয়ে কথা বলব না।” সূত্রের খবর, এসসি ইস্টবেঙ্গল কর্তৃপক্ষ ইতিমধ্যেই কোচের সঙ্গে কথা বলেছেন। দলের খেলায় খুশি নন তাঁরা। শেষ ম্যাচে যে ভাবে দিয়াস দলকে খেলিয়েছেন তা নিয়েও খুশি নন তাঁরা। এই নিয়ে কিছু দিনের মধ্যেই সিদ্ধান্ত নেওয়া হতে পারে। হয়ত সোমবারই কিছু একটা জানাতে পারে এসসি ইস্টবেঙ্গল।
আইএসএল-এ লিগ টেবিলের একদম শেষে ইস্টবেঙ্গল। এখনও অবধি এ বারের প্রতিযোগিতায় কোনও জয় পায়নি তারা। দল নিয়ে সমর্থকদের মনেও ক্ষোভ বাড়ছে। মাত্র চারটি ম্যাচে জিততে না পেরে হাবাস মোহনবাগানের দায়িত্ব ছেড়ে দেওয়ায় তা আরও কিছুটা বেড়ে গিয়েছে।
নর্থইস্টের বিরুদ্ধে ইস্টবেঙ্গল কোচ যে ভাবে খেলোয়াড় পরিবর্তন করেছেন তা নিয়েও ক্ষোভ রয়েছে শ্রী সিমেন্ট কর্তাদের মধ্যে। এখনও পর্যন্ত কোনও সিদ্ধান্ত না নিলেও দিয়াসের মাথাতেও যে খাঁড়া ঝুলছে তা বলাই যায়। তাঁকে নিয়ে কী সিদ্ধান্ত নেয় এসসি ইস্টবেঙ্গল সেই দিকেই নজর সকলের।