Sunil Chhetri

FIFA: বিশ্ব ফুটবলে সুনীলদের দু’ধাপ উপরে তুলে দিল যুবভারতী

ফিফার ক্রমতালিকায় ভারতের উন্নতি। যুবভারতীতে এশিয়ান কাপে ভাল খেলার পুরস্কার পেলেন সুনীলরা। এএফসি-র ক্রমতালিকায় কোনও উন্নতি হয়নি তাঁদের।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

কলকাতা শেষ আপডেট: ২৩ জুন ২০২২ ১৯:৫১
Share:

—ফাইল চিত্র

কলকাতার যুবভারতীতে এশিয়ান কাপের যোগ্যতা অর্জন পর্বে তিনটি ম্যাচই জেতে ভারত। এর পরেই ক্রমতালিকায় দু’ধাপ উপরে উঠলেন সুনীল ছেত্রীরা। এত দিন ফিফার ক্রমতালিকায় ভারত ছিল ১০৬ নম্বরে। বৃহস্পতিবার দু’ধাপ উঠে সুনীলরা পৌঁছে গেলেন ১০৪ নম্বরে।

Advertisement

ক্রমতালিকায় নিউজিল্যান্ডের পরেই রয়েছেন সুনীলরা। কোস্টা রিকার বিরুদ্ধে ০-১ গোলে হেরে যারা কাতার বিশ্বকাপে যোগ্যতা অর্জন করতে পারেনি। ফিফার ক্রমতালিকায় উন্নতি হলেও এএফসি-র ক্রমতালিকায় কোনও পরিবর্তন হয়নি। সেখানে ১৯ নম্বরেই রয়েছে ভারত। প্রথম বার পর পর দু’বার এশিয়ান কাপের মূল পর্বে খেলার যোগ্যতা অর্জন করল তারা। এই নিয়ে পাঁচ বার এশিয়া কাপের মূল পর্বে খেলবে ভারত।

ফিফার ক্রমতালিকায় এক নম্বরে রয়েছে ব্রাজিল। দ্বিতীয় স্থানে বেলজিয়াম। এক ধাপ উঠে আর্জেন্টিনা তৃতীয় স্থানে। চতুর্থ স্থানে নেমে গিয়েছে ফ্রান্স। নেশনস লিগে একের পর এক ম্যাচ হারায় ক্রমতালিকায় এক ধাপ নামল তারা। পঞ্চম স্থানে ইংল্যান্ড। এর পর রয়েছে স্পেন, ইটালি, নেদারল্যান্ডস, পর্তুগাল এবং ডেনমার্ক।

Advertisement

ফিফার পরবর্তী ক্রমতালিকা প্রকাশিত হবে ২৫ অগস্ট।

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, Twitter এবং Instagram পেজ।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement