Supporter Dies in Football Match

ফুটবল ম্যাচের মাঝেই মৃত্যু সমর্থকের, ৭১ মিনিটে বন্ধ করে দেওয়া হল খেলা

মাঠে খেলা চলতে চলতে ফুটবলারের মৃত্যুতে ম্যাচ থামিয়ে দেওয়ার ঘটনা ঘটেছে। এ বার এক সমর্থকের মৃত্যুতে বন্ধ করে দেওয়া হল ম্যাচ। কোথায় এই ঘটনা ঘটেছে?

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ১২ এপ্রিল ২০২৪ ২২:০০
Share:

— প্রতিনিধিত্বমূলক চিত্র।

মাঠে খেলা চলতে চলতে ফুটবলারের মৃত্যুতে ম্যাচ থামিয়ে দেওয়ার ঘটনা ঘটেছে। এ বার এক সমর্থকের মৃত্যুতে বন্ধ করে দেওয়া হল ম্যাচ। ইংল্যান্ডের ষষ্ঠ ডিভিশনে এই ঘটনা ঘটেছে। দুই ক্লাবের তরফেই যৌথ বিবৃতি জারি করে সমবেদনা জানানো হয়েছে।

Advertisement

ওয়েস্ট রাইডিং কাউন্টি কাপে বৃহস্পতিবার ওয়েকফিল্ড এএফসি-র সঙ্গে খেলা চলছিল পন্টেফ্র্যাক্ট কোলিরিজের। ম্যাচের ৭১ মিনিটে আপৎকালীন চিকিৎসাজনিত কারণে ম্যাচ বন্ধ করে রেফারি। জানা যায়, দর্শকাসনে এক সমর্থক অচেতন হয়ে গিয়েছেন। সেই সময় পন্টেফ্র্যাক্ট ৪-০ গোলে জিতছিল।

পরে দুই ক্লাবের তরফে যৌথ বিবৃতিতে জানানো হয়, আপৎকালীন চিকিৎসাজনিত কারণে ম্যাচ মাঝপথেই বন্ধ করে দেওয়ায় তারা দুঃখিত। সমর্থক জেকব ব্রেগম্যান মারা গিয়েছেন। দুই ক্লাবের তরফেই বিবৃতির মাধ্যমে সমবেদনা জানানো হয়। এই কঠিন সময়ে দুই পরিবারের পাশে থাকার আশ্বাসও দেওয়া হয়।

Advertisement

জানানো হয়েছে, দুই ক্লাবের ফিজ়‌িয়ো এবং স্বেচ্ছাসেবকেরা মিলে আপ্রাণ চেষ্টা করেছিলেন ওই সমর্থককে বাঁচানোর। তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। সেখানেই শুক্রবার মৃত্যু হয়েছে তাঁর। রেখে গিয়েছেন স্ত্রী এবং এক কন্যাকে। দুই ক্লাবের সমাজমাধ্যমের অ্যাকাউন্টে সমবেদনা জানিয়েছেন আপামর ফুটবলপ্রেমী।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement