Subrata Pal

ভারতীয় ফুটবলের ডিরেক্টর পদে আসছেন সুব্রত পাল

সুনীল ছেত্রী অবসর নিলেও তাঁর জায়গা ভরাট করার মতো কাউকেই এখনও পর্যন্ত খুঁজে পাওয়া যায়নি। ফিফা র‌্যাঙ্কিংয়েও ক্রমশ পিছিয়ে ভারতের স্থান এখন ১২৬।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৭ জানুয়ারি ২০২৫ ০৭:৩২
Share:

সুব্রত পাল। —ফাইল চিত্র।

বড় দায়িত্বে সুব্রত পাল! ফেডারেশন সূত্রে খবর, ভারতীয় ফুটবলের ডিরেক্টর হতে চলেছেন ‘স্পাইডারম‌্যান’ সুব্রত পাল। শুধু মাত্র সরকারি ঘোষণা হওয়ার অপেক্ষা।

Advertisement

প্রসঙ্গত গত বছর জুনে ভারতীয় দলের দায়িত্ব নিলেও এখনও জয় অধরা কোচ মানোলো মার্কেসের। সুনীল ছেত্রী অবসর নিলেও তাঁর জায়গা ভরাট করার মতো কাউকেই এখনও পর্যন্ত খুঁজে পাওয়া যায়নি। ফিফা র‌্যাঙ্কিংয়েও ক্রমশ পিছিয়ে ভারতের স্থান এখন ১২৬। তাই সুব্রতর ডিরেক্টর পদে আসা ভারতীয় ফুটবলের জন‌্য যে বড় পদক্ষেপ হতে চলেছে, তা বলাই যায়। এখন সরকারি ঘোষণার দিকে তাকিয়ে বাংলার ফুটবলপ্রেমীরা।

এ দিকে বেতন সমস‌্যা নিয়ে মহমেডান তাঁবুতে কর্তাদের সঙ্গে বৈঠক করলেন কোচ আন্দ্রে চের্নিশভ। ফুটবলারদের চার দিনের ছুটি দেওয়া হয়েছে। ফলে ফুটবলারদের বৈঠকে উপস্থিত হওয়ার কথা থাকলেও কেউই ছিলেন না। মহমেডান এবং লগ্নিকারী সংস্থার কর্তাদের দাবি, নভেম্বর পর্যন্ত ফুটবলারদের বেতন মিটিয়ে দেওয়া হয়েছে। ডিসেম্বরের বেতনও কয়েক দিনের মধ‌্যেই দেওয়া হবে।

Advertisement

এই বিষয়ে অন‌্য এক লগ্নিকারী সংস্থার সঙ্গে কোনও কথা হয়নি বলেও জানা গিয়েছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement